Ajker Patrika

তিতাসে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

কুমিল্লার তিতাসে মরিচ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হেলাল উদ্দিন (৪০)। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে তিতাস থানায় অভিযোগ দায়ের করেন।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি চকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হেলাল উদ্দিন বলরামপুর গ্রামের মৃত আবীদ আলীর ছেলে। 
 
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল বিকেলে তুলাকান্দি চকে মরিচ কিনতে গেলে পূর্বশত্রুতার জেরে তুলাকান্দি গ্রামের সিয়াম, ফয়সাল, আল হাদিস, আল আমিনসহ আরও সাত-আটজন মিলে আমাকে মারধর করে। পরে আমার সঙ্গে থাকা ৯৮ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।’

তুলাকান্দি গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘মারধর ও ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে হেলাল উদ্দিন আমাকে জানিয়েছেন।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন, ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত