কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।
গত রোববার রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনি খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাবু মিয়া। এর আগে এই গণপিটুনিতে আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৩) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাশেদুল ইসলাম (৩২)।
মৃত বাবু মিয়া সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে।
আজ বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকার যমুনা নদীতে বাবুর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাঁর স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ আইনগত প্রক্রিয়ায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাবু মিয়ার বিরুদ্ধে আগে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে কাজীপুর উপজেলার যমুনা নদীর চর এলাকা থেকে ৫-৬ জনের একটি দল গরু চুরি করে নৌকায় পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আরেকটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে গরু পা বাঁধা অবস্থায় পেলে উত্তেজিত জনতা তাদের ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদী থেকে বাবু মিয়া (৩৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকায় নদীতে লাশটি পাওয়া যায়।
গত রোববার রাতে উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনি খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন বাবু মিয়া। এর আগে এই গণপিটুনিতে আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৪৩) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাশেদুল ইসলাম (৩২)।
মৃত বাবু মিয়া সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের রহমত আলী শেখের ছেলে।
আজ বিকেলে সদর উপজেলার ১ নম্বর ক্রসবার এলাকার যমুনা নদীতে বাবুর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাঁর স্বজনদের খবর দেন। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ আইনগত প্রক্রিয়ায় উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাবু মিয়ার বিরুদ্ধে আগে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে কাজীপুর উপজেলার যমুনা নদীর চর এলাকা থেকে ৫-৬ জনের একটি দল গরু চুরি করে নৌকায় পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আরেকটি নৌকা নিয়ে তাদের ধাওয়া করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে গরু পা বাঁধা অবস্থায় পেলে উত্তেজিত জনতা তাদের ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
সাধারণ শিক্ষার্থী ও কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের ক্ষোভ ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রদর্শনী থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিগুলো সরিয়ে দেওয়া হয়।
১৯ মিনিট আগে‘আমরা শেখ হাসিনাকে দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে—তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সেই তালিকায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। ৭৮ জন ছিল বিএনপি ও অন্যান্য দলের। ৩৭ জন ছিল জামায়াতের। এর মধ্যে শুধু একজন বেঁচে আছে।’
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনের দিনগুলোতে গুলি করে মানুষকে দমানোর চেষ্টা করা হয়েছিল। তবে গুলি করে মানুষকে দমানো যায় না, ইতিহাসেই তার প্রমাণ রয়েছে। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কে, তা নিয়ে নানাজন নানা রকম দাবি করেন। প্রকৃতপক্ষে জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড তারাই, যারা সে সময় রাস্তায় ছিল।
১ ঘণ্টা আগেনানা কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বিজয়যাত্রা’ মিছিল হয়।
১ ঘণ্টা আগে