Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বিজয়যাত্রা’

খুবি প্রতিনিধি 
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজয়যাত্রা মিছিল বের করা হয়। ছবি: আজকের পত্রিকা
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজয়যাত্রা মিছিল বের করা হয়। ছবি: আজকের পত্রিকা

নানা কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্‌যাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বিজয়যাত্রা’ মিছিল হয়।

আজ বিকেলে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘বিজয়যাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, ‘দেশে যখন ফ্যাসিবাদী শক্তি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, তখন তরুণেরা এগিয়ে এসে প্রতিবাদের ধ্বনি তুলেছিল। কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন পরে পরিণত হয় গণ-আন্দোলনে। সেই আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ফিরে পেয়েছি।’

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার ড. মো. নূরুন্নবী। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা গোলজার হোসাইন।

পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই হত্যাযজ্ঞের’ খুনিদের বিচারের দাবিতে চলমান গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। সন্ধ্যায় একই স্থানে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত