Ajker Patrika

‘আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ’

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২২: ৩০
আনোয়ারায় জামায়াত ইসলামীর বিজয় র‍্যালি ও সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
আনোয়ারায় জামায়াত ইসলামীর বিজয় র‍্যালি ও সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

আমরা চেয়েছি পদত্যাগ, আপনি (শেখ হাসিনা) করেছেন দেশত্যাগ—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় জামায়াত ইসলামীর বিজয় র‍্যালি ও সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ১৯৭২ সালে মরহুম শেখ মুজিবুর রহমান দালাল আইনের মাধ্যমে যাঁরা স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তাঁরা রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে ১৮টি জেলায় কেস (মামলা) করা হয়েছিল। অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীতে যাঁদের রাজাকার বলে অভিহিত করা হয়েছিল, তাঁদের একজনও কিন্তু ছিলেন না।

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে—তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সেই তালিকায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। ৭৮ জন ছিল বিএনপি ও অন্যান্য দলের। ৩৭ জন ছিল জামায়াতের। তার মধ্যে শুধু একজন বেঁচে আছে।’

জামায়াত নেতা বলেন, ‘যারা ৩১ বছর ভোট দিতে পারেনি, গত ১৭ বছর ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি তাদের; তারাই দাবি করেছিল, ভোটের অধিকার ফেরত পাওয়ার, তারাই দাবি করেছিল, কোটা বন্ধ করার। কিন্তু আপনি তো কোটা মানলেন না, ফলে আপনাকে গোটায় চলে যেতে হলো। আমরা চেয়েছি পদত্যাগ, আপনি করেছেন দেশত্যাগ।’

জামায়াত নেতা মুক্তিযোদ্ধা মাস্টার আবদুর গণির সভাপতিত্বে ও মোহাম্মদ আবুল হাছান খোকার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদ নাছির উদ্দিন শাহ্, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, সাইয়েদ মোহাম্মদ আতিক জামালী, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হারুন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, নজরুল করিম, মাওলানা আবদুর রশিদ, মোহাম্মদ আনিসুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত