Ajker Patrika

খুলনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যান। তখন স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাগর মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

রূপসার আইচগাতী ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম জানান, সাগর দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

গতকাল রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে স্থানীয় আ. সালামের পুকুরে পড়ে যান। স্থানীয় এক চৌকিদার বিষয়টি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে এসআই আশরাফুল সেখানে পৌঁছান। পরে আইচগাতী ফায়ার স্টেশনকে খবর দেন তিনি। ফায়ার স্টেশনের সদস্য এবং স্থানীয়রা তাঁকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাগরের লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত