যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
নির্যাতনের শিকার ওই নারী স্বাস্থ্যকর্মী জানান, তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টাররোলে ওয়ার্ডবয় পদে কর্মরত। হাসপাতালের সামনেই সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।
গত রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেন হঠাৎ তাঁর ঘরে প্রবেশ করেন। এরপর তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ভোররাতে ওই নারী বাড়ির মালিককে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।
এরপর পুলিশের সহায়তায় গতকাল রাতে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাম্য সরকার জানান, নির্যাতনের শিকার নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, নির্যাতনের শিকার নারীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে হৃদয় হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
নির্যাতনের শিকার ওই নারী স্বাস্থ্যকর্মী জানান, তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্টাররোলে ওয়ার্ডবয় পদে কর্মরত। হাসপাতালের সামনেই সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।
গত রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেন হঠাৎ তাঁর ঘরে প্রবেশ করেন। এরপর তাঁর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। চলে যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। ভোররাতে ওই নারী বাড়ির মালিককে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন।
এরপর পুলিশের সহায়তায় গতকাল রাতে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাম্য সরকার জানান, নির্যাতনের শিকার নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, নির্যাতনের শিকার নারীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থী ও কয়েকটি বামপন্থী ছাত্রসংগঠনের ক্ষোভ ও দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের প্রদর্শনী থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিগুলো সরিয়ে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে‘আমরা শেখ হাসিনাকে দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে—তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সেই তালিকায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। ৭৮ জন ছিল বিএনপি ও অন্যান্য দলের। ৩৭ জন ছিল জামায়াতের। এর মধ্যে শুধু একজন বেঁচে আছে।’
১ ঘণ্টা আগেজুলাই আন্দোলনের দিনগুলোতে গুলি করে মানুষকে দমানোর চেষ্টা করা হয়েছিল। তবে গুলি করে মানুষকে দমানো যায় না, ইতিহাসেই তার প্রমাণ রয়েছে। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কে, তা নিয়ে নানাজন নানা রকম দাবি করেন। প্রকৃতপক্ষে জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড তারাই, যারা সে সময় রাস্তায় ছিল।
২ ঘণ্টা আগেনানা কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বিজয়যাত্রা’ মিছিল হয়।
২ ঘণ্টা আগে