Ajker Patrika

পাকুন্দিয়ায় আ. লীগ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় আ. লীগ নেতাকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যায় পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। আহত ফরিদ উদ্দিন বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফরিদ উদ্দিনের অভিযোগ, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা যুবলীগের কয়েকজন নেতা-কর্মী নিয়ে তিনি পাকুন্দিয়া বাজারে আসেন। এ সময় ছাত্রলীগের পদ বঞ্চিত নেতা বিল্লাল হোসেন পাপ্পু ও আরমিনসহ ১৫-২০ জন তাঁর ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। 

তবে বিল্লাল হোসেন পাপ্পু অভিযোগ অস্বীকার বলেন, ‘শুনেছি যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ঠেলা-ধাক্কায় পড়ে গিয়ে ফরিদ উদ্দিন মুখে আঘাত পেয়েছেন। আমাদের কেউ তাঁর ওপর হামলা করেনি।’ 

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ‘পূর্ব বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’

উল্লেখ্য, গত ২০২২ সালের ৫ অক্টোবর ১৯ সদস্য বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এরপর থেকে এ কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, মশাল মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করেন পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত