Ajker Patrika

পৌর কাউন্সিলরকে মারধর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
পৌর কাউন্সিলরকে মারধর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফুটপাতে থাকা দোকানের জিনিসপত্র ভাঙার অভিযোগে পৌরসভার কাউন্সিলরকে মারধর করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার পৌর শহরের বন্দরবাজারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তালেব। তিনি দোকানে ভাঙচুর চালান বলে এর প্রতিবাদে তাৎক্ষণিক শহরের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে নেতাদের আশ্বাসে তা খোলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে জিনিসপত্র রাখায় কাউন্সিলর তালেব ভাই ভাই হার্ডওয়্যারের কর্মচারীদের তলব করেন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তিনি দোকানের জিনিসপত্র নষ্ট করেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে ব্যবসায়ীরা তালেবের ওপর চড়াও হন। পরে মেয়র মোস্তাফিজুর রহমান হস্তক্ষেপে তালেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তালেবের আঘাতে সুমন বসাক নামের এক ব্যবসায়ীও আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফিরোজ আলম বলেন, কাউন্সিলর তালেব আহত হয়েছেন। তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাই ভাই হার্ডওয়্যারের মালিক বিক্রম পাল বলেন, ‘কাউন্সিলর অতর্কিতভাবে দোকানে হামলা চালিয়েছেন। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয় নেতারা সুষ্ঠুভাবে সমাধানের দায়িত্ব নিয়েছেন। সঠিক বিচার না পেলে আইনের আশ্রয় নেওয়া হবে।’

তবে পৌর কাউন্সিলর তালেব জানান, কারও উসকানিতে পৌর মেয়রের সামনেই কতিপয় ব্যবসায়ী তাঁর ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়েন এবং বেধড়ক মারধর করেছেন।

এ বিষয়ে পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি তৃতীয় পক্ষের উসকানিতেও ঘটতে পারে। এটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর সঠিক সুরাহা করা হবে।’

জানতে চাইলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, ‘থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত