কবরস্থানের জন্য জমি লিখে দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গত ১৫ / ২০ দিন আগে নিহত আরশেদ আলী বাড়ির পাশে চর উকিয়ারা কবরস্থানের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে আজ সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে নিহতের বড় ছেলে মো. খবির হোসেন (৪০), বড় ছেলের স্ত্রী সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫), তাঁর স্ত্রী রুমা