Ajker Patrika

জনবলে আটকে প্রকল্প, চেয়ার-টেবিলে জং

মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১: ৫৩
জনবলে আটকে প্রকল্প, চেয়ার-টেবিলে জং

মানিকগঞ্জের স্বাস্থ্য খাতের উন্নয়নে পৌনে এক শ কোটি টাকার তিনটি প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় তিন বছর আগে। স্বাস্থ্যশিক্ষা দপ্তরের কাছে প্রকল্পের কাজ হস্তান্তরও করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় একটি প্রকল্পও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। 
এদিকে প্রকল্পগুলো উদ্বোধন না হলেও তিনটি প্রতিষ্ঠানের ভবন রক্ষণাবেক্ষণসহ বিদ্যুৎ বিলের পেছনে প্রতি মাসে লক্ষাধিক টাকা ব্যয় হচ্ছে। এর মধ্যেও তদারকির অভাবে নবনির্মিত ভবনের ভেতর বৃষ্টির পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে চেয়ার-টেবিলসহ দামি আসবাব।

জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় রিজিওনাল পপুলেশন ট্রেনিং ইনস্টিটিউট (আরপিটিআই), হিজুলী গ্রামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও জেলার সাটুরিয়া উপজেলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) নামে তিনটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৭৬ কোটি ৬০ লাখ টাকা। প্রতিটি প্রকল্পের অধীনে একাডেমিক ও প্রশাসনিক ভবন, নারী-পুরুষের আলাদা হোস্টেল, অফিসার্স ও প্রিন্সিপাল কোয়ার্টার, বিদ্যুতের সাব-স্টেশনসহ প্রকল্পের কাজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে পৌরসভার নয়াকান্দি এলাকায় তিন একর জমির ওপর ১৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় আরপিটিআই। প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণের জন্য আনা হয়েছে চেয়ার-টেবিলসহ দামি আসবাব, কক্ষে লাগানো হয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি)। ২০১৯ সালের জুনে প্রকল্পের কাজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার পর ২০২০ সালের ১০ অক্টোবর এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন; কিন্তু এখনো এর কার্যক্রম শুরু হয়নি।

একইভাবে পৌরসভার হিজুলী গ্রামে তিন একর জমির ওপর ৩৬ কোটি টাকা ব্যয়ে আইএইচটি প্রকল্প এবং সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামে তিন একর জমির ওপর ১৯ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ম্যাটসের বিশাল ভবন। এসব প্রকল্পের কাজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার ১৪ মাস অতিবাহিত হলেও তা চালু হয়নি।

গত মঙ্গলবার পৌরসভার নয়াকান্দি এলাকায় আরপিটিআই ক্যাম্পাসে দেখা যায়, একজন নাইটগার্ডসহ দুজন কেয়ারটেকার নিয়োজিত রয়েছেন। বহিরাগত তিন-চারজন লোক ক্যাম্পাসের ভেতর গজিয়ে ওঠা ছন ঘাস কেটে নিয়ে যাচ্ছেন। তিনতলাবিশিষ্ট একাডেমিক ভবনের অডিটরিয়ামের ভেতর বৃষ্টির পানি জমে রয়েছে। অনেক দিন পানি জমে থাকায় চেয়ার-টেবিলে জং এসে গেছে। অন্য কক্ষের ভেতরও একই অবস্থা।

আরপিটিআইয়ের নিরাপত্তা প্রহরী শাহাবুদ্দীন বলেন, ‘আমাদের স্যার ধামরাই থাকেন। এখানে মাঝেমধ্যে আসেন। আমরা তিনজন পুরো প্রতিষ্ঠান পরিষ্কার রাখি।’  

আইএইচটি অধ্যক্ষ ডা. কৃষ্ণ চন্দ্র কুন্ডু বলেন, ‘আমাদের সব প্রস্তুতি শেষ। এখন সরকার থেকে জনবল নিয়োগ দিলেই কার্যক্রম চালু করব।’ 
সাটুরিয়ার ম্যাটসের প্রিন্সিপাল ডা. মো. ওসমান গনি বলেন, ‘হস্তান্তর করার পর কার্যক্রম শুরু করতে স্বাস্থ্যসেবা দপ্তর থেকে আমাদের কাছে চাহিদাপত্র চেয়েছিল। প্রতিষ্ঠানটি চলতে যা প্রয়োজন, তা চেয়ে ই-মেইল করেছি। কবে নাগাদ চালু হবে, সেটা তাদের ব্যাপার।’ তবে এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে চিঠি আদান-প্রদান হচ্ছে বলে তিনি জানান।

মানিকগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নওরোজ মো. তারেক বলেন, ‘সব কাজ শেষে আমরা কর্তৃপক্ষকে তিনটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছি। যেহেতু নতুন কাজ, তাই যত দ্রুত সম্ভব ভবনগুলো চালু থাকলে ভালো হবে।’ দরজা-জানালা দীর্ঘদিন বন্ধ থাকলে এর কার্যকারিতা কমে ভবনের ক্ষতি হতে পারে বলে এই প্রকৌশলীর অভিমত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত