মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সদর উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল আটটার দিকে উপজেলার জাগির ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ আলী (৭৫)। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নিহত আরশেদ আলীর ছোট ছেলে খোরশেদ আলম, তাঁর স্ত্রী রুমা বেগম, বড় ছেলের স্ত্রী সাহেরা বেগম এবং মেয়ের ঘরের নাতি আহাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চর-উকিয়ারা গ্রামের বাসিন্দা আরশেদ আলীর ছয় বিঘা ফসলি জমি রয়েছে। পাঁচ বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। আট মাস আগে আরশেদ আলী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাঁর দুই ছেলে কবির হোসেন ও খোরশেদ আলী তাঁদের নামে জমি লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবাকে নানাভাবে চাপ দিতে থাকেন। এ নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে কিছুদিন আগে ১০ শতাংশ জমি স্থানীয় কবরস্থানে দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আরশেদ আলী। এতে ছেলেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে গতকাল সকাল আটটার দিকে ছেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় আরশেদের। একপর্যায়ে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেদম মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, শেষ বয়সের জন্য কৃষিজমিটুকু নিজের কাছে রাখতে চেয়েছিলেন আরশেদ আলী। পরকালের কথা ভেবে স্থানীয় কবরস্থানে ১০ শতাংশ জমি দান করতে চেয়েছিলেন। জমি দান করা নিয়ে প্রতিদিন বাড়িতে ছেলেদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকাল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান বলেন, ‘জমি দলিল করে না দেওয়া, দ্বিতীয় বিয়ে এবং কবরস্থানের নামে জমি দান করে দেওয়ার কারণেই ছেলেরা ক্ষুব্ধ হয়ে আরশেদ আলীকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জের সদর উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল আটটার দিকে উপজেলার জাগির ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ আলী (৭৫)। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নিহত আরশেদ আলীর ছোট ছেলে খোরশেদ আলম, তাঁর স্ত্রী রুমা বেগম, বড় ছেলের স্ত্রী সাহেরা বেগম এবং মেয়ের ঘরের নাতি আহাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চর-উকিয়ারা গ্রামের বাসিন্দা আরশেদ আলীর ছয় বিঘা ফসলি জমি রয়েছে। পাঁচ বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। আট মাস আগে আরশেদ আলী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাঁর দুই ছেলে কবির হোসেন ও খোরশেদ আলী তাঁদের নামে জমি লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবাকে নানাভাবে চাপ দিতে থাকেন। এ নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে কিছুদিন আগে ১০ শতাংশ জমি স্থানীয় কবরস্থানে দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আরশেদ আলী। এতে ছেলেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে গতকাল সকাল আটটার দিকে ছেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় আরশেদের। একপর্যায়ে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেদম মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, শেষ বয়সের জন্য কৃষিজমিটুকু নিজের কাছে রাখতে চেয়েছিলেন আরশেদ আলী। পরকালের কথা ভেবে স্থানীয় কবরস্থানে ১০ শতাংশ জমি দান করতে চেয়েছিলেন। জমি দান করা নিয়ে প্রতিদিন বাড়িতে ছেলেদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকাল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান বলেন, ‘জমি দলিল করে না দেওয়া, দ্বিতীয় বিয়ে এবং কবরস্থানের নামে জমি দান করে দেওয়ার কারণেই ছেলেরা ক্ষুব্ধ হয়ে আরশেদ আলীকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৯ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯ দিন আগে