মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সদর উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল আটটার দিকে উপজেলার জাগির ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ আলী (৭৫)। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নিহত আরশেদ আলীর ছোট ছেলে খোরশেদ আলম, তাঁর স্ত্রী রুমা বেগম, বড় ছেলের স্ত্রী সাহেরা বেগম এবং মেয়ের ঘরের নাতি আহাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চর-উকিয়ারা গ্রামের বাসিন্দা আরশেদ আলীর ছয় বিঘা ফসলি জমি রয়েছে। পাঁচ বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। আট মাস আগে আরশেদ আলী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাঁর দুই ছেলে কবির হোসেন ও খোরশেদ আলী তাঁদের নামে জমি লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবাকে নানাভাবে চাপ দিতে থাকেন। এ নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে কিছুদিন আগে ১০ শতাংশ জমি স্থানীয় কবরস্থানে দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আরশেদ আলী। এতে ছেলেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে গতকাল সকাল আটটার দিকে ছেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় আরশেদের। একপর্যায়ে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেদম মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, শেষ বয়সের জন্য কৃষিজমিটুকু নিজের কাছে রাখতে চেয়েছিলেন আরশেদ আলী। পরকালের কথা ভেবে স্থানীয় কবরস্থানে ১০ শতাংশ জমি দান করতে চেয়েছিলেন। জমি দান করা নিয়ে প্রতিদিন বাড়িতে ছেলেদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকাল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান বলেন, ‘জমি দলিল করে না দেওয়া, দ্বিতীয় বিয়ে এবং কবরস্থানের নামে জমি দান করে দেওয়ার কারণেই ছেলেরা ক্ষুব্ধ হয়ে আরশেদ আলীকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জের সদর উপজেলায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল আটটার দিকে উপজেলার জাগির ইউনিয়নের চর উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ আলী (৭৫)। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নিহত আরশেদ আলীর ছোট ছেলে খোরশেদ আলম, তাঁর স্ত্রী রুমা বেগম, বড় ছেলের স্ত্রী সাহেরা বেগম এবং মেয়ের ঘরের নাতি আহাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চর-উকিয়ারা গ্রামের বাসিন্দা আরশেদ আলীর ছয় বিঘা ফসলি জমি রয়েছে। পাঁচ বছর আগে তাঁর প্রথম স্ত্রী মারা যান। আট মাস আগে আরশেদ আলী দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তাঁর দুই ছেলে কবির হোসেন ও খোরশেদ আলী তাঁদের নামে জমি লিখে দেওয়ার জন্য বৃদ্ধ বাবাকে নানাভাবে চাপ দিতে থাকেন। এ নিয়ে বাড়িতে অশান্তি লেগেই থাকত। এরই মধ্যে কিছুদিন আগে ১০ শতাংশ জমি স্থানীয় কবরস্থানে দান করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন আরশেদ আলী। এতে ছেলেরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে গতকাল সকাল আটটার দিকে ছেলেদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় আরশেদের। একপর্যায়ে হাতুড়ি ও লাঠি দিয়ে তাঁকে বেদম মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের স্ত্রী কুলসুম বেগম জানান, শেষ বয়সের জন্য কৃষিজমিটুকু নিজের কাছে রাখতে চেয়েছিলেন আরশেদ আলী। পরকালের কথা ভেবে স্থানীয় কবরস্থানে ১০ শতাংশ জমি দান করতে চেয়েছিলেন। জমি দান করা নিয়ে প্রতিদিন বাড়িতে ছেলেদের সঙ্গে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকাল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান বলেন, ‘জমি দলিল করে না দেওয়া, দ্বিতীয় বিয়ে এবং কবরস্থানের নামে জমি দান করে দেওয়ার কারণেই ছেলেরা ক্ষুব্ধ হয়ে আরশেদ আলীকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
বৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
২১ দিন আগে