মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করতে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা।
আহতদের মধ্যে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার মঞ্জুর রহমান ও বাংলা নিউজের সাজিদুর রাসেল রয়েছেন। বাকি আহত পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের নাম ও পরিচয় জানা যায়নি।
জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে আজ বেলা ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করেন দলীয় নেতা-কর্মীরা। তাই সকালে প্রথমে তাঁরা শহরের আশপাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেন। এ সময় সকাল সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের কয়েক শ কর্মী ভাষা শহীদ রফিক চত্বরে উপস্থিত হন। পরে লাঠিসোঁটা নিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। শহরে বেশ কিছুক্ষণ অবস্থান নিয়ে সাড়ে ১০টার দিকে চলে যান তাঁরা।
এদিকে, বেলা ১১টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েক শ নেতা-কর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিল এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করেন। এ সময় মিছিলের পেছন দিকে থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশও প্রথমে লাঠিপেটা, পরে টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনার পর সেওতা শহীদ তুজ সড়কের পূর্বপাশে পুলিশ ও উত্তর পাশে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন। আধা ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত ও কয়েকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।’
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।
মানিকগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করতে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা।
আহতদের মধ্যে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার মঞ্জুর রহমান ও বাংলা নিউজের সাজিদুর রাসেল রয়েছেন। বাকি আহত পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের নাম ও পরিচয় জানা যায়নি।
জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে আজ বেলা ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করেন দলীয় নেতা-কর্মীরা। তাই সকালে প্রথমে তাঁরা শহরের আশপাশে অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নেন। এ সময় সকাল সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশি সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের কয়েক শ কর্মী ভাষা শহীদ রফিক চত্বরে উপস্থিত হন। পরে লাঠিসোঁটা নিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। শহরে বেশ কিছুক্ষণ অবস্থান নিয়ে সাড়ে ১০টার দিকে চলে যান তাঁরা।
এদিকে, বেলা ১১টার দিকে শহরের সেওতা এলাকা থেকে বিএনপির কয়েক শ নেতা-কর্মী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় খালপাড় মোড়ে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিল এগিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করেন। এ সময় মিছিলের পেছন দিকে থেকে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশও প্রথমে লাঠিপেটা, পরে টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনার পর সেওতা শহীদ তুজ সড়কের পূর্বপাশে পুলিশ ও উত্তর পাশে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নেন। আধা ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত ও কয়েকজনকে ধরে নিয়ে গেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে দুপুর দেড়টার দিকে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।’
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৪ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৬ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২৯ মিনিট আগে