Ajker Patrika

ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে আহত ১৮

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২২, ২১: ৫৫
ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে আহত ১৮

মানিকগঞ্জে ফুটবল খেলা দেখতে গিয়ে বজ্রপাতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

আহতরা হলেন আব্দুল লতিফ (৬০), ইসমাইল (১৫), আলমগীর (৫৫), আরিফ (২৯), ওয়াসিম (২০), আজিজুল হাকিম (৩৫), মোকলেস (৬২), রাজ্জাক (৫০), শামীম (৩৫) ফাহিম (১৭), জাহিদুল (৪০), সজিব (২০), রাজিব (২০), ফারুক (৩০), শিবু মিয়া (২০), বিপ্লব হোসেন (২০), রইজ উদ্দিন (১৮), লুৎফর রহমান (৩৫), বাদশা মিয়া (৫০)। তাঁদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিঙ্গাইরের বিভিন্ন এলাকায়। আহতদের মধ্যে জাহিদুল, মোকলেস এবং রাজ্জাকের অবস্থান আশঙ্কাজনক। 

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ কে এম রাসেল জানান, বিকেলে বজ্রপাতে আহত অবস্থায় ১৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের পিতা ইউসুফ আলীর নামে ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের নক আউট পর্বের খেলা ছিল। খেলা দেখতে আসা ব্যক্তিরা ভিড় জমিয়েছিলেন মাঠে। এ সময় বজ্রপাত হলে অনেকেই আহত হন। পরে অন্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত