পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা
কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার সমাবেশ করার ঘোষণা করেছে জেলা বিএনপি। একইদিন নির্ধারিত স্থানের ১০০ গজের মধ্যে গণতন্ত্রের বিজয় দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। এরই পরিপ্রেক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।