Ajker Patrika

হোতাসহ গ্রেপ্তার ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ৪৫
হোতাসহ গ্রেপ্তার ৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা যুবক আলাউদ্দিনকে হত্যার হোতাসহ তিনজনকে গত সোমবার সকালে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়ার পাহাড়ে পুঁতে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাবের ভাষ্যমতে, আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে তাঁরা অপহরণ নাটক সাজিয়ে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার করা তিনজন হলেন উপজেলার কালারমারছড়ার ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম ওরফে মামুন (২৮), চিকনীপাড়ার মোহাম্মদ রিফাত (২৩) ও মোহাম্মদ শাহ ঘোনা এলাকার আয়ুব আলী (৪০। এর মধ্যে রফিকুল ওই হত্যা মামলার ১ নম্বর ও আয়ুব ১২ নম্বর আসামি। চারটি একনলা বন্দুক, একটি থ্রি কোয়ার্টার বন্দুক, তিনটি এলজি, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি তাজা গুলি ও পাঁচটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আলাউদ্দিন (২৮) গত ৫ নভেম্বর খুন হন। পরদিন তাঁর ভাই সুমন উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ মামলায় এ নিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, আত্মস্বীকৃত জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এর অংশ হিসেবে সোমবার সকাল সাতটার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাইতং থেকে হত্যাকাণ্ডের হোতা রফিকুল ইসলাম মামুন ও তাঁর সহযোগী রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ১২ নম্বর আসামি আয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রফিকুল ও আয়ুবের দেওয়া তথ্যে ভিত্তিতে কালারমারছড়ার নয়াপাড়ার মুড়ারকাছা পাহাড় থেকে ডাকাতি ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা মূলত আলাউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে নিজেদের অপহরণ করা হয়েছে মর্মে নাটক সাজিয়েছিলেন। তাঁরা নিজেরাই লুকিয়ে ছিলেন। তাঁদের গ্রেপ্তারের ফলে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত