আনন্দের ভ্রমণ বিষাদে পরিণত, ৩৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
সোনাদিয়া ভ্রমণে আনন্দে মেতেছিল আঠারো বছর বয়সী সাকিব হাসান। সারা দিন হই-হুল্লোড়, সাগরে জাহাজ দেখা, কতই না আনন্দ করে বেলা শেষে আনন্দ নিয়ে ফিরছিল সাকিবসহ ১৫ বন্ধু। ফেরার সময় মাঝপথে বালুচরে আটকা পড়ে তাঁদের বহনকারী ট্রলার। সবাই মিলে ছাড়ানোর চেষ্টাও করেন। কিন্তু