Ajker Patrika

মহেশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
মহেশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কালামারছড়ার ইউনিয়নের ফকিরজুমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল কাদের (৪০) স্থানীয় মোহাম্মদের ছেলে। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, কালারমারছড়া বাজারের উত্তর দিক থেকে একটি সিএনজি ফকিরজুমপাড়া প্রবেশ করে। অতর্কিতভাবে গাড়িতে থাকা ব্যক্তিরা রুহুল কাদেরকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপায় যাওয়ার সময় গুলি করে সিএনজিযোগেই পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রুহুল কাদের বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ মহেশখালী উপজেলা কমিটির বর্তমান সভাপতি। এ ছাড়া তিনি সাবেক ইউনিয়ন যুবলীগের বিগত কমিটির সহসভাপতির দায়িত্বেও ছিলেন। 

এ দিকে ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মহেশখালী-কুতুবদিয়ার এএসপি মো. জাহেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাইয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হাই বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে কে বা কারা তাঁকে হত্যা করেছে সেটির অনুসন্ধান করছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, বাকিটা বিস্তারিত জেনে বলব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত