Ajker Patrika

প্রধান আসামি এখনো অধরা

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১২: ৪৯
প্রধান আসামি এখনো অধরা

‘চার বোন ও দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। সবার আদরে বড় হয়েছে। শখ করে শিক্ষক জামাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। সাদা কাফনে মুড়িয়ে মেয়েকে ফেরত দিয়েছে। মেয়েকে হারালাম এক বছর হলো, এখনো ঘাতক গ্রেপ্তার হলো না। বিচারটা পাব কি না জানি না।’

শোক, ক্ষোভ ও হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন খুন হওয়া গৃহবধূ আফরোজা আকতারের (২০) মা মনোয়ারা বেগম (৪৯)।

গেল বছরের ১৮ অক্টোবর স্বামী রাকিব হাসান বাপ্পীর (৩৫) বাড়ির ওঠান থেকে পুঁতে রাখা অবস্থায় আফরোজার মরদেহ উদ্ধার করে পুলিশ। ছয় দিন নিখোঁজ ছিলেন তিনি।

এ ঘটনায় রাকিবের প্রথম স্ত্রীর ৭ বছর বয়সী কন্যাশিশু ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, ‘তার ছোট মাকে বাবা মেরে মাটিচাপা দিয়েছিলেন। ঘটনাটি সে দেখেছে।’

এরপর থেকে রাকিব পলাতক রয়েছেন। তিনি কালারমারছড়ার উত্তর নরবিলা গ্রামের বাসিন্দা। এ ঘটনার ৯ মাস আগে আফরোজার সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০২০ সালের ১২ মার্চ স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে মামলা করেন আফরোজা।

হত্যার পর আফরোজার বাবা মো. ইসহাক বাদী হয়ে রাকিব হাসানকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে থানা ও আদালতে দুটি মামলা করেন। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে মামলায় আরও চারজনকে যুক্ত করা হয়। আসামিদের মধ্যে ছয়জন প্রথমে উচ্চ আদালত ও পরে নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে প্রধান আসামিসহ তিনজন এখনো গ্রেপ্তার হয়নি। অভিযোগ রয়েছে, প্রধান আসামি পালিয়ে বিদেশে চলে গেছেন।

তবে বিষয়টি গুজব, বলছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) স্পেশাল পুলিশ সুপার মোহাম্মদ ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘আসামি বিদেশ পালিয়েছে এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই। আসামি দেশেই আছেন। আমরা তাঁকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা রাকিবের মায়ের ফোন নম্বর ট্র্যাকিং করে তাঁর অবস্থান নিশ্চিতের চেষ্টা করছি।’

বাদী মো. ইসহাক বলেন, আসামিরা জামিনে বের হয়ে এসে আমাদের হুমকি দিচ্ছেন। তিনি এজাহারে উল্লেখ করা ৯ জনের নামেই চার্জশিট দিতে তদন্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।

এ ছাড়া হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ৩১ জানুয়ারি মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মো. ইসহাক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত