মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
‘চার বোন ও দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। সবার আদরে বড় হয়েছে। শখ করে শিক্ষক জামাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। সাদা কাফনে মুড়িয়ে মেয়েকে ফেরত দিয়েছে। মেয়েকে হারালাম এক বছর হলো, এখনো ঘাতক গ্রেপ্তার হলো না। বিচারটা পাব কি না জানি না।’
শোক, ক্ষোভ ও হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন খুন হওয়া গৃহবধূ আফরোজা আকতারের (২০) মা মনোয়ারা বেগম (৪৯)।
গেল বছরের ১৮ অক্টোবর স্বামী রাকিব হাসান বাপ্পীর (৩৫) বাড়ির ওঠান থেকে পুঁতে রাখা অবস্থায় আফরোজার মরদেহ উদ্ধার করে পুলিশ। ছয় দিন নিখোঁজ ছিলেন তিনি।
এ ঘটনায় রাকিবের প্রথম স্ত্রীর ৭ বছর বয়সী কন্যাশিশু ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, ‘তার ছোট মাকে বাবা মেরে মাটিচাপা দিয়েছিলেন। ঘটনাটি সে দেখেছে।’
এরপর থেকে রাকিব পলাতক রয়েছেন। তিনি কালারমারছড়ার উত্তর নরবিলা গ্রামের বাসিন্দা। এ ঘটনার ৯ মাস আগে আফরোজার সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০২০ সালের ১২ মার্চ স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে মামলা করেন আফরোজা।
হত্যার পর আফরোজার বাবা মো. ইসহাক বাদী হয়ে রাকিব হাসানকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে থানা ও আদালতে দুটি মামলা করেন। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে মামলায় আরও চারজনকে যুক্ত করা হয়। আসামিদের মধ্যে ছয়জন প্রথমে উচ্চ আদালত ও পরে নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে প্রধান আসামিসহ তিনজন এখনো গ্রেপ্তার হয়নি। অভিযোগ রয়েছে, প্রধান আসামি পালিয়ে বিদেশে চলে গেছেন।
তবে বিষয়টি গুজব, বলছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) স্পেশাল পুলিশ সুপার মোহাম্মদ ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘আসামি বিদেশ পালিয়েছে এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই। আসামি দেশেই আছেন। আমরা তাঁকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা রাকিবের মায়ের ফোন নম্বর ট্র্যাকিং করে তাঁর অবস্থান নিশ্চিতের চেষ্টা করছি।’
বাদী মো. ইসহাক বলেন, আসামিরা জামিনে বের হয়ে এসে আমাদের হুমকি দিচ্ছেন। তিনি এজাহারে উল্লেখ করা ৯ জনের নামেই চার্জশিট দিতে তদন্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।
এ ছাড়া হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ৩১ জানুয়ারি মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মো. ইসহাক।
‘চার বোন ও দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। সবার আদরে বড় হয়েছে। শখ করে শিক্ষক জামাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। সাদা কাফনে মুড়িয়ে মেয়েকে ফেরত দিয়েছে। মেয়েকে হারালাম এক বছর হলো, এখনো ঘাতক গ্রেপ্তার হলো না। বিচারটা পাব কি না জানি না।’
শোক, ক্ষোভ ও হতাশা নিয়ে কথাগুলো বলছিলেন খুন হওয়া গৃহবধূ আফরোজা আকতারের (২০) মা মনোয়ারা বেগম (৪৯)।
গেল বছরের ১৮ অক্টোবর স্বামী রাকিব হাসান বাপ্পীর (৩৫) বাড়ির ওঠান থেকে পুঁতে রাখা অবস্থায় আফরোজার মরদেহ উদ্ধার করে পুলিশ। ছয় দিন নিখোঁজ ছিলেন তিনি।
এ ঘটনায় রাকিবের প্রথম স্ত্রীর ৭ বছর বয়সী কন্যাশিশু ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায়, ‘তার ছোট মাকে বাবা মেরে মাটিচাপা দিয়েছিলেন। ঘটনাটি সে দেখেছে।’
এরপর থেকে রাকিব পলাতক রয়েছেন। তিনি কালারমারছড়ার উত্তর নরবিলা গ্রামের বাসিন্দা। এ ঘটনার ৯ মাস আগে আফরোজার সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০২০ সালের ১২ মার্চ স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে মামলা করেন আফরোজা।
হত্যার পর আফরোজার বাবা মো. ইসহাক বাদী হয়ে রাকিব হাসানকে প্রধান করে পাঁচজনের বিরুদ্ধে থানা ও আদালতে দুটি মামলা করেন। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে মামলায় আরও চারজনকে যুক্ত করা হয়। আসামিদের মধ্যে ছয়জন প্রথমে উচ্চ আদালত ও পরে নিম্ন আদালত থেকে জামিনে মুক্তি পান। তবে প্রধান আসামিসহ তিনজন এখনো গ্রেপ্তার হয়নি। অভিযোগ রয়েছে, প্রধান আসামি পালিয়ে বিদেশে চলে গেছেন।
তবে বিষয়টি গুজব, বলছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) স্পেশাল পুলিশ সুপার মোহাম্মদ ফয়সাল আহমেদ। তিনি বলেন, ‘আসামি বিদেশ পালিয়েছে এ ধরনের কোনো তথ্য তাঁদের কাছে নেই। আসামি দেশেই আছেন। আমরা তাঁকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা রাকিবের মায়ের ফোন নম্বর ট্র্যাকিং করে তাঁর অবস্থান নিশ্চিতের চেষ্টা করছি।’
বাদী মো. ইসহাক বলেন, আসামিরা জামিনে বের হয়ে এসে আমাদের হুমকি দিচ্ছেন। তিনি এজাহারে উল্লেখ করা ৯ জনের নামেই চার্জশিট দিতে তদন্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।
এ ছাড়া হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে গত ৩১ জানুয়ারি মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মো. ইসহাক।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫