Ajker Patrika

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ২৩
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে আলাউদ্দিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা রাস্তার মাথায় তাঁকে হত্যা করা হয়।

আলাউদ্দিন একই ইউনিয়নের মোহাম্মদ শাহ এলাকার বাসিন্দা। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, আলাউদ্দিন একটি হত্যা মামলার আসামি ছিলেন। কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে।

স্থানীয় সূত্র জানা গেছে, পার্শ্ববর্তী নোনাছড়ি বাজার থেকে কালারমারছড়া বাজারের দিকে যাচ্ছিল আলাউদ্দিন। কালুর ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁর গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে তাঁকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, আলাউদ্দিন আত্মস্বীকৃত একজন দস্যু ছিলেন। স্বাভাবিক জীবনে ফিরতে ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। বছরখানেক পর জেলজীবন থেকে মুক্তি পান।

গত ১৮ অক্টোবর একই ইউনিয়নের ফকিরজুমপাড়ায় রুহুল কাদের (৩৮) নামের এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ১৭ দিনের ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত