কক্সবাজার ও মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার সমাবেশ করার ঘোষণা করেছে জেলা বিএনপি। একইদিন নির্ধারিত স্থানের ১০০ গজের মধ্যে গণতন্ত্রের বিজয় দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। এরই পরিপ্রেক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গতকাল রোববার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান। তিনি বলেন, কর্মসূচির জন্য ঘোষিত ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। র্যাব-পুলিশের সমন্বয়ে চারটি ভ্রাম্যমাণ আদালতের দল আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
আবু সুফিয়ান আরও বলেন, যেহেতু কক্সবাজারে অনেক পর্যটক অবস্থান করছেন, তাদের কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কেউ আদেশ অমান্য করে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান।
নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
অপরদিকে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহল বলেন, ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আমাদের সমাবেশটি প্রতিবছর ধারাবাহিকভাবে আয়াজন করা হয়। কিন্তু বিএনপি হঠাৎ সমাবেশ ঘোষণা করেছে।’
এদিকে গতকাল রোববার বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় এলাকায় দেখা গেছে, জেলা বিএনপির কার্যালয়, শহীদ মিনার এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ করছেন শতাধিক শ্রমিক। জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীর মধ্যেও উৎসাহ দেখা গেছে। জেলার নয় উপজেলা থেকে কয়েক হাজারো নেতা–কর্মী এতে অংশগ্রহণ করবেন বলে নেতারা দাবি করছেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের বলেন, ‘সোমবারের সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন ও আওয়ামী লীগসহ সবাই সহযোগিতা করবে। এটাই প্রত্যাশা করছি।’
প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের বাঁধা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে লুৎফর রহমান কাজল বলেন, ‘আমরা সমাবেশ করার জন্য পাবলিক লাইব্রেরি মাঠ, ঈদগাহ ময়দান ও মুক্তিযোদ্ধা মাঠের অনুমতি চেয়েছিলাম। আমাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। সমাবেশে হাজারো জনতা সমবেত হবেন। আমি আশা করছি, সবার সহযোগিতা পাব।’
উল্লেখ্য আজ সোমবার বেলা ১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
কক্সবাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজ সোমবার সমাবেশ করার ঘোষণা করেছে জেলা বিএনপি। একইদিন নির্ধারিত স্থানের ১০০ গজের মধ্যে গণতন্ত্রের বিজয় দিবস পালনে কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। এরই পরিপ্রেক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
গতকাল রোববার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান। তিনি বলেন, কর্মসূচির জন্য ঘোষিত ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। র্যাব-পুলিশের সমন্বয়ে চারটি ভ্রাম্যমাণ আদালতের দল আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
আবু সুফিয়ান আরও বলেন, যেহেতু কক্সবাজারে অনেক পর্যটক অবস্থান করছেন, তাদের কথা বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কেউ আদেশ অমান্য করে, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান।
নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।
অপরদিকে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহল বলেন, ‘৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আমাদের সমাবেশটি প্রতিবছর ধারাবাহিকভাবে আয়াজন করা হয়। কিন্তু বিএনপি হঠাৎ সমাবেশ ঘোষণা করেছে।’
এদিকে গতকাল রোববার বিকেল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয় এলাকায় দেখা গেছে, জেলা বিএনপির কার্যালয়, শহীদ মিনার এলাকায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ করছেন শতাধিক শ্রমিক। জড়ো হওয়া বিএনপির নেতা–কর্মীর মধ্যেও উৎসাহ দেখা গেছে। জেলার নয় উপজেলা থেকে কয়েক হাজারো নেতা–কর্মী এতে অংশগ্রহণ করবেন বলে নেতারা দাবি করছেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সাংবাদিকদের বলেন, ‘সোমবারের সমাবেশকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রশাসন ও আওয়ামী লীগসহ সবাই সহযোগিতা করবে। এটাই প্রত্যাশা করছি।’
প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের বাঁধা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে লুৎফর রহমান কাজল বলেন, ‘আমরা সমাবেশ করার জন্য পাবলিক লাইব্রেরি মাঠ, ঈদগাহ ময়দান ও মুক্তিযোদ্ধা মাঠের অনুমতি চেয়েছিলাম। আমাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেয়নি। সমাবেশে হাজারো জনতা সমবেত হবেন। আমি আশা করছি, সবার সহযোগিতা পাব।’
উল্লেখ্য আজ সোমবার বেলা ১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪