Ajker Patrika

মুক্তিযোদ্ধা কমান্ডারকে কুপিয়ে জখম

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ১৬
মুক্তিযোদ্ধা কমান্ডারকে কুপিয়ে জখম

কক্সবাজারের মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহেশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলিশান রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন পৌরসভার গোরকঘাটা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পৌর মেয়র মকছুদ মিয়ার পরিবারের লোকজন এ হামলা চালিয়েছে বলে দাবি করছেন আমজাদ হোসেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে মেয়র মকছুদ মিয়ার বাহিনী আমার মৎস্যঘের দখল করেছে। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় আমি আদালতে মামলা করি। আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন।’

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে মেয়র মকছুদ মিয়া, ছেলে নিশান, ভাগনে মোর্শেদ ও মামুনসহ বেশ কয়েকজন গোরকঘাটা বাজারে আমার ওপর হামলা করেন। পরে স্থানীয় বাসিন্দারা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. রায়হানুল আলম বলেন, ‘আহত অবস্থায় আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মাথা ও পিটে জখমের আঘাত ছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন পৌর মেয়র মকছুদ মিয়া। তিনি বলেন, ‘আমি মহেশখালীর বাইরে অবস্থান করছি। নাটক করছেন মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত