দুপক্ষের গোলাগুলিতে মৃত্যু, নাকি তুলে নিয়ে হত্যা?
কক্সবাজারের মহেশখালীতে মো. ফেরদৌস (২৫) নামের এক যুবক নিহতের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, দুপক্ষের গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। স্বজনদের দাবি, তাঁকে বাজার থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনার ইন্ধনদাতা স্থানীয় ইউপি সদস্য। এ ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।