লোকমান হাকিম, মহেশখালী (কক্সবাজার)
পান বিক্রির টাকায় শোধ হচ্ছে না শ্রমিকের মজুরি। বেড়েই যাচ্ছে উৎপাদন খরচ। অনেকে ক্ষুদ্র ঋণে আটকা। বিকল্প আয় না থাকায় সংসার চালাতে কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পানচাষিদের হিমশিম খেতে হচ্ছে।
অভিযোগ রয়েছে, ভারত থেকে পান আমদানি করছেন আড়তদারেরা। এতে চাহিদা কমেছে মিষ্টি পানের। মৌসুমের দুই মাস পেরোলেও পানের দাম পাচ্ছেন না মহেশখালীর ৩৯ হাজার চাষি।
ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে জানান, ঢাকা ও রাজশাহীর আড়তদারেরা স্থলপথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পান আমদানি করে সারা দেশে সরবরাহ করেন। এ কারণে মিষ্টি পানের চাহিদা কমেছে। গত বছর ইউরোপে মিষ্টি পান রপ্তানি শুরু হয়েছিল। কিন্তু বছর পেরোতেই রপ্তানি বন্ধ হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মহেশখালীর পাঁচ ইউনিয়নের পাহাড়ে ও বিলে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এ পেশায় ৩৯ হাজার চাষির পাশাপাশি লক্ষাধিক মানুষ জড়িত।
কালারমারছড়ার মিজ্জিরপাড়ার পানচাষি আবদুর রহমান বলেন, ‘৮০ হাজার টাকা খরচ করে ৩০ শতক জমিতে পান চাষ করেছি। মৌসুমের দুই মাসে মাত্র ১১ হাজার টাকা পেয়েছি। বাকি চার মাসে যা খরচ হয়েছে তা উঠবে কি না সংশয়ে আছি।’
একই এলাকার চাষি সাইফুল ইসলাম বলেন, ‘৫ লাখ টাকা খরচে দেড় কানি জমিতে পান চাষ করেছি। অগ্রহায়ণ থেকে বৈশাখ পর্যন্ত পান বিক্রি হয়। এ পর্যন্ত ৮০ হাজার টাকার পান বিক্রি করেছি। লাভ তো দূরের কথা, মূলধন হারানোর শঙ্কায় আছি। পান বিক্রির টাকায় শ্রমিকের মজুরিও শোধ হচ্ছে না।’
হোয়ানকের চাষি মনির আলম বলেন, ‘পান বিক্রির টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আড়াই লাখ টাকা ঋণ রয়েছে। তা কীভাবে শোধ করব বুঝে উঠতে পারছি না।’
মিজ্জিরপাড়ার পান ব্যবসায়ী আবু নোমান বলেন, ‘ঢাকা-চট্টগ্রামের আড়তদারের কাছে মিষ্টি পানের চাহিদা কমেছে। চাষিদের কাছ থেকে তাঁরা এ বছর যে পান বিড়াপ্রতি ১০০ টাকা কিনেছেন, গত মৌসুমে সেগুলো কিনেছিলেন ৩০০-৩৫০ টাকায়। ছোট সাইজের যে পান ৩০-৪০ টাকা ক্রয় করছি, সেগুলো কিনেছি ১০০-১৫০ টাকায়।’
বড় মহেশখালীর পান ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘শুনেছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে পান আমদানি করছেন আড়তদারেরা। এ কারণে মহেশখালীর চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পান আমদানি বন্ধ না হলে চরম সংকটে পড়বেন চাষিরা।’
নোনাছড়ি পানবাজার সমিতির সভাপতি মোহাম্মদ মিয়া বলেন, ‘স্থলবন্দর দিয়ে ঢাকা ও রাজশাহীর ব্যবসায়ীরা ভারত থেকে পান আমদানি করছেন। এই পান চট্টগ্রামের বিভিন্ন আড়তে সরবরাহ করছেন। আড়তদারের কাছে মিষ্টি পানের চাহিদা নেই। এ কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। ব্যবসায়ীরাও লোকসান গুনছেন।’
এই বাজারের ব্যবসায়ী মনছুর আলম জানান, বিদেশ থেকে পান আমদানির ফলে আগের মতো পাইকাররা আসছেন না। সারা দেশে পান সরবরাহ হচ্ছে না। এ কারণে দামও নিম্নমুখী।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. মো. এখলাছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর পানের আবাদ ভালো হয়েছে। পান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বছরখানেক আগে ইউরোপের বিভিন্ন দেশে পান রপ্তানি হতো। সেটি আপাতত হচ্ছে না। পান চাষের জন্য সরকারের কোনো প্রকল্প নেই। আমরা চাষিদের টেকনিক্যাল সাপোর্ট দিই।’
বিদেশ থেকে পান আমদানি হচ্ছে—এমন প্রশ্নে এখলাছ উদ্দিন বলেন, ‘রাজশাহী অঞ্চলের পান চট্টগ্রামে আসে। তবে ভারত থেকে পান আমদানির তথ্য আমার কাছে নেই।’
পান বিক্রির টাকায় শোধ হচ্ছে না শ্রমিকের মজুরি। বেড়েই যাচ্ছে উৎপাদন খরচ। অনেকে ক্ষুদ্র ঋণে আটকা। বিকল্প আয় না থাকায় সংসার চালাতে কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পানচাষিদের হিমশিম খেতে হচ্ছে।
অভিযোগ রয়েছে, ভারত থেকে পান আমদানি করছেন আড়তদারেরা। এতে চাহিদা কমেছে মিষ্টি পানের। মৌসুমের দুই মাস পেরোলেও পানের দাম পাচ্ছেন না মহেশখালীর ৩৯ হাজার চাষি।
ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে জানান, ঢাকা ও রাজশাহীর আড়তদারেরা স্থলপথে ভারতের পশ্চিমবঙ্গ থেকে পান আমদানি করে সারা দেশে সরবরাহ করেন। এ কারণে মিষ্টি পানের চাহিদা কমেছে। গত বছর ইউরোপে মিষ্টি পান রপ্তানি শুরু হয়েছিল। কিন্তু বছর পেরোতেই রপ্তানি বন্ধ হয়ে গেছে।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, মহেশখালীর পাঁচ ইউনিয়নের পাহাড়ে ও বিলে ১ হাজার ৬০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এ পেশায় ৩৯ হাজার চাষির পাশাপাশি লক্ষাধিক মানুষ জড়িত।
কালারমারছড়ার মিজ্জিরপাড়ার পানচাষি আবদুর রহমান বলেন, ‘৮০ হাজার টাকা খরচ করে ৩০ শতক জমিতে পান চাষ করেছি। মৌসুমের দুই মাসে মাত্র ১১ হাজার টাকা পেয়েছি। বাকি চার মাসে যা খরচ হয়েছে তা উঠবে কি না সংশয়ে আছি।’
একই এলাকার চাষি সাইফুল ইসলাম বলেন, ‘৫ লাখ টাকা খরচে দেড় কানি জমিতে পান চাষ করেছি। অগ্রহায়ণ থেকে বৈশাখ পর্যন্ত পান বিক্রি হয়। এ পর্যন্ত ৮০ হাজার টাকার পান বিক্রি করেছি। লাভ তো দূরের কথা, মূলধন হারানোর শঙ্কায় আছি। পান বিক্রির টাকায় শ্রমিকের মজুরিও শোধ হচ্ছে না।’
হোয়ানকের চাষি মনির আলম বলেন, ‘পান বিক্রির টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আড়াই লাখ টাকা ঋণ রয়েছে। তা কীভাবে শোধ করব বুঝে উঠতে পারছি না।’
মিজ্জিরপাড়ার পান ব্যবসায়ী আবু নোমান বলেন, ‘ঢাকা-চট্টগ্রামের আড়তদারের কাছে মিষ্টি পানের চাহিদা কমেছে। চাষিদের কাছ থেকে তাঁরা এ বছর যে পান বিড়াপ্রতি ১০০ টাকা কিনেছেন, গত মৌসুমে সেগুলো কিনেছিলেন ৩০০-৩৫০ টাকায়। ছোট সাইজের যে পান ৩০-৪০ টাকা ক্রয় করছি, সেগুলো কিনেছি ১০০-১৫০ টাকায়।’
বড় মহেশখালীর পান ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘শুনেছি ভারতের পশ্চিমবঙ্গ থেকে পান আমদানি করছেন আড়তদারেরা। এ কারণে মহেশখালীর চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পান আমদানি বন্ধ না হলে চরম সংকটে পড়বেন চাষিরা।’
নোনাছড়ি পানবাজার সমিতির সভাপতি মোহাম্মদ মিয়া বলেন, ‘স্থলবন্দর দিয়ে ঢাকা ও রাজশাহীর ব্যবসায়ীরা ভারত থেকে পান আমদানি করছেন। এই পান চট্টগ্রামের বিভিন্ন আড়তে সরবরাহ করছেন। আড়তদারের কাছে মিষ্টি পানের চাহিদা নেই। এ কারণে ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। ব্যবসায়ীরাও লোকসান গুনছেন।’
এই বাজারের ব্যবসায়ী মনছুর আলম জানান, বিদেশ থেকে পান আমদানির ফলে আগের মতো পাইকাররা আসছেন না। সারা দেশে পান সরবরাহ হচ্ছে না। এ কারণে দামও নিম্নমুখী।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. মো. এখলাছ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বছর পানের আবাদ ভালো হয়েছে। পান উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বছরখানেক আগে ইউরোপের বিভিন্ন দেশে পান রপ্তানি হতো। সেটি আপাতত হচ্ছে না। পান চাষের জন্য সরকারের কোনো প্রকল্প নেই। আমরা চাষিদের টেকনিক্যাল সাপোর্ট দিই।’
বিদেশ থেকে পান আমদানি হচ্ছে—এমন প্রশ্নে এখলাছ উদ্দিন বলেন, ‘রাজশাহী অঞ্চলের পান চট্টগ্রামে আসে। তবে ভারত থেকে পান আমদানির তথ্য আমার কাছে নেই।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫