Ajker Patrika

বিনা মূল্যের পাঠ্যবই ভাঙারির দোকানে

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২: ১৩
বিনা মূল্যের পাঠ্যবই  ভাঙারির দোকানে

কক্সবাজারের মহেশখালীতে ভাঙারির দোকান থেকে বিনা মূল্যের দুই হাজার নতুন পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার সকালে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজারের নেতৃত্বে যৌথ অভিযানে এসব জব্দ করা হয়।

বইগুলো চলতি বছর বিনা মূল্যে বিতরণের জন্য ছাপানো হয়েছিল। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি আবদুল হাই জানান, বড় মহেশখালী ফকিরাঘোনার মোহাম্মদ ছিদ্দিকের মালিকানাধীন একটি ভাঙারির দোকানে এক ব্যক্তি নতুন পাঠ্যবইগুলো বিক্রির জন্য নিয়ে আসেন। নতুন বই দেখে দোকান মালিকের সন্দেহ হয়। এরপর তিনি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে জানান। পরে কয়েকজন গ্রাম পুলিশ সদস্য ওই দোকানে গিয়ে বইগুলো তাঁদের জিম্মায় নেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

দোকান মালিক মোহাম্মদ ছিদ্দিক জানান, ঘটনা আঁচ করতে পেরে বিক্রি করতে আনা ব্যক্তি বই দোকানে রেখে সটকে পড়েন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, ‘সরকারি বই বিক্রি করে দেওয়া খুবই দুঃখজনক কাজ। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মহেশখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফজলুল করিম বলেন, ‘উপজেলার বইয়ের গুদামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়েছি। কোথাও থেকে বই চুরি হয়নি। যে ব্যক্তি বিক্রির জন্য নিয়ে গেছেন, তাঁকে বের করে ঘটনার সত্যতা উদ্‌ঘাটন করতে হবে। এরপর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত