Ajker Patrika

আগুনে পুড়ল চার ভাইয়ের বসতঘর

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
আগুনে পুড়ল চার ভাইয়ের বসতঘর

কক্সবাজারের মহেশখালীতে আগুনে চার ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘটিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা বাড়ির মালিকেরা হলেন নুরু মাঝি, শামসু মাঝি, বদি মাঝি ও মো. ফরিদ। তাঁরা সবাই পেশায় জেলে।

স্থানীয় বাসিন্দারা বলেন, গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত হলে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁরা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসী ও পুলিশের সহায়তায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর মধ্যে চারটি বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা বলেন, ঘরগুলো ৮ মাস আগে তৈরি করেছিলেন। প্রতি পরিবারের প্রায় ৩ লাখ টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ট্রলারের জন্য কেনা মালামাল।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। বসতবাড়ির আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে হিমশিম খেতে হয়েছে। প্রায় আধা কিলোমিটার দূর থেকে পানি আনতে হয়েছে।’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি রিমন ছিদ্দিক বলেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত