অভাব দমিয়ে রাখতে পারেনি রহিমাকে
মাগুরার মহম্মদপুরে দিনমজুর পিতার মুখ উজ্জ্বল করেছে তাঁর একমাত্র মেয়ে রহিমা খাতুন। রহিমা এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ব্যবসা শাখা থেকে এ প্লাস পেয়েছে। অভাব-অনটনের মধ্যেও রহিমার এই সাফল্যে খুব খুশি তার পরিবার, পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজন।