Ajker Patrika

ঘর পাচ্ছেন সেই প্রার্থনা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৪: ২১
ঘর পাচ্ছেন সেই প্রার্থনা

ঘর পেলেন মাগুরার মহম্মদপুর উপজেলা সদর বাজার রানগর গ্রামের বাসিন্দা প্রার্থনা রানী। সম্প্রতি জাতীয় আজকের পত্রিকায় তাঁকে নিয়ে ‘প্রার্থনার ঘরের প্রার্থনা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের নজরে আসে।

স্বামী শংকর কুমার বিশ্বাস মারা যাওয়ার পর অসহায় হয়ে পড়েন প্রার্থনা রানী। অন্যের বাড়িতে কাজ করে দিন কাটে তার। দিন শেষে তিন মেয়েকে নিয়ে ছোট একটি ভাঙা ঘরে মানবেতর জীবন-যাপন করে আসছেন তিনি। তাঁর এই অসহায়ত্বের খবর পেয়ে সরেজমিনে ঘুরে প্রতিবেদন করে আজকের পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি।

অবশেষে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত ঘরের থেকে একটি ঘর পেলেন প্রার্থনা রানী। প্রার্থনা রানীকে নতুন ঘর নির্মাণের বরাদ্দ দেওয়া হয়েছে।

গত বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া গৃহ নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, সদর ইউনিয়নের সদস্য মো. মোরাদ হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী।

ঘর উদ্বোধনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন প্রার্থনা রানী। এ সময় তিনি প্রধানমন্ত্রী, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘খুব কষ্ট করে চলি। পাকা ঘরে থাকব স্বপ্নেও ভাবিনি। ঘর পেয়ে খুব ভালো লাগছে। আমাদের মতো গরিবের শেষ আশ্রয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ইউএনও রামানন্দ পাল জানান, মুজিব বর্ষে কোনো পরিবার গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন দিকনির্দেশনায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। প্রার্থনা রানিকে নিয়ে সংবাদটি হৃদয়স্পর্শী ছিল। প্রার্থনা রানী নিজেও একজন ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর সদস্য তাই তাঁকে এ প্রকল্প থেকে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়। সেই গৃহ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত