Ajker Patrika

পাটবীজ উৎপাদনে সাফল্য

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১: ১৩
Thumbnail image

অর্থকরী ফসলের মধ্যে সোনালি আঁশ খ্যাত ‘পাট’ অন্যতম। এই পাট উৎপাদনের ক্ষেত্রে ভালোমানের বীজের গুরুত্ব অপরিসীম। ভালো বীজেই আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। যা থেকে কৃষক লাভবান হতে পারেন। মাগুরার মহম্মদপুরের শতাধিক কৃষক পাটবীজ উৎপাদনে ব্যাপক সাফল্য লাভ করেছেন।

উপজেলার ১৩০ জন কৃষক ১০০ বিঘা জমিতে রবি-১ এবং বিএডিসি-১ জাতের পাটবীজ উৎপাদন করে সাফল্য পেয়েছেন। অল্প খরচ ও স্বল্প সময় বীজের ভালো ফলনে খুশি এসব কৃষক। নিজেদের চাহিদা মিটিয়ে বীজ বিক্রির টাকায় তাঁরা লাভবান হবেন বলেও আশা করছেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনা মূল্য বীজ, সার, নগদ অর্থ এবং প্রশিক্ষণ দেওয়া হয়। এ বছর উপজেলার ১৩০ জন কৃষক ১০০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদনে পরিশ্রম করেন। এ সকল কৃষকদের খেতে রোপণকৃত এসব পাটবীজের ভালো ফলন হয়েছে। এসব গাছে প্রচুর পরিমাণ পাট ফল ধরেছে।

উপজেলার ঘুল্লিয়া গ্রামের কৃষক তৈয়েব আলী বলেন, ‘কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে পাটবীজ উৎপাদন করছি। খুবই ভালো ফলন হয়েছে।’ পাট বীজে লাভবান হবেন বলেও তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সাবহান বলেন, ‘সরকারি সহায়তায় পাটবীজ উৎপাদনে কৃষকেরা সাফল্য লাভ করেছেন। এতে তাঁরা লাভবানও হবেন। এ পাটবীজ স্থানীয় চাহিদা মিটাতে ভূমিকা রাখবে। এই বীজের বড়গুণ হলো আঁশ এবং পাটকাঠি দুটোরই ভালো ফলন পাওয়া যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত