সেবায় সন্তোষ, মন ভরে সৌন্দর্যে
চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতাল চত্বরজুড়ে রয়েছে দৃষ্টিনন্দন মনোরম নান্দনিক সৌন্দর্য। নানা রঙের বাহারি ফুল আর সবুজের সমারোহ। ঝকঝকে, তকতকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন ওয়ার্ডের সামনে বারান্দায়, টবে, গ্রিলে ও ভবনের ছাদে শোভা পাচ্ছে বাহারি ফুল এবং সৌন্দর্য বর্ধনকারী নানা প্রকার গাছ।