Ajker Patrika

সম্মেলনের আড়াই বছর পর পূর্ণাঙ্গ কমিটি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩: ০০
সম্মেলনের আড়াই বছর পর পূর্ণাঙ্গ কমিটি

মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের ২ বছর ৪ মাস পর প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ কমিটি। ২০১৯ সালের ১১ নভেম্বর দলের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে পূর্ণাঙ্গ কমিটি এক মাসের মধ্যে করার নির্দেশনা থাকলেও এর মধ্যে অতিবাহিত হয়েছে ২ বছর ৪ মাস।

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হয়েছেন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, মো. তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মোছা. নাজনীন রব্বানী, মো. কবিরুজ্জামান কবির, মোছা. রাবেয়া বেগম, নবীনুজ্জামান সুজন, মো. রুহুল আমিন সাখাওয়াতি, আবদুর রাশেদ মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারা, শেখ মো. ফরিদুজ্জামান, আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ঈদুল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান।

এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কণ্ডু স্বাক্ষরিত ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট আব্দুল মান্নান সভাপতি এবং মোস্তফা কামাল সিদ্দিকী লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের দুই বছর পর আওয়ামী লীগের এই কমিটি পূর্ণাঙ্গ করা হয়। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কণ্ডু কমিটি অনুমোদন ও প্রকাশের বিষয়টি স্বীকার করেছেন।

নহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ও নবগঠিত কমিটির সদস্য আলী মিয়া বলেন, এবার পকেট কমিটি হয়েছে। সভাপতি ও সম্পাদক মিলে নিজের কাছের লোক দিয়ে কমিটি করেছেন। তবে কমিটিতে কিছুটা পরিবর্তন হওয়ায় নতুনরা সুযোগ পেয়েছে এতে দলের গতিশীলতা বাড়বে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ফেসবুকে যেটা দেখছেন এটা জেলা আওয়ামী লীগের সুপারিশ কপি। কেন্দ্র থেকে কমিটি অনুমোদিত হবে। আমাদের হাতে যে ক্ষমতা ছিল তা দিয়ে দলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি করার চেষ্টা করেছি। জেলা থেকেও কমিটির কিছু পদ রদবদল করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত