Ajker Patrika

সড়কে বেপরোয়া নিষিদ্ধ যান

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০১
সড়কে বেপরোয়া নিষিদ্ধ যান

মহাসড়কে নিষিদ্ধ নানা ধরনের যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাটে। এতে মারাত্মক ঝুঁকিতে রয়েছে পথচারীরা।

এসব যানবাহনের বেপরোয়া চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত এক বছর ১৯টিরও বেশি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। আহতসহ পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই।

শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং-নছিমন, করিমন, আলমসাধু, বালি, মাটি ও ইট টানা ট্রলি এবং ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক নামক এসব অবৈধ যানবাহনের দেখা মেলে জেলা ও উপজেলার সর্বত্র। চলতি বছরের জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা হয়েছে ৪টি, মারা গেছে ৪ জন। বাকিদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

অবৈধ এসব যানবাহনের সরকারি কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের সামনে দিয়েই এদের অবাধ চলাচল।

এই যানবাহনগুলো মূলত যাত্রী পরিবহন, কৃষকদের কৃষি জমির মাটি ইট ভাটায় সরবরাহ করা, বিভিন্ন এলাকা থেকে গাছের খড়ি ভাটায় আনা এবং বিভিন্ন এলাকায় ইট পৌঁছে দেওয়ার কাজে ব্যবহারিত হয় । প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা মাঝে মাঝে এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেন এবং অবৈধ এসব পরিবহন আটকে অভিযান পরিচালনা করেন। কিন্তু তবুও বন্ধ হচ্ছে না এসব যান চলাচল এবং দুর্ঘটনা।

এসব অবৈধ যানের চালকরাও বেশির ভাগ অপ্রাপ্তবয়স্ক ও কিশোর। তাঁদের নেই কোনো লাইসেন্স। নেই কোনো প্রশিক্ষণেরও ব্যবস্থা। বেপরোয়া চালানো, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানোর ফলে প্রায় প্রতিনিয়তই সড়কের কোথাও না কোথাও ঘটে থাকে দুর্ঘটনা। ফলে সড়ক দুর্ঘটনায় জীবন দিতে হচ্ছে কোনো না কোনো পরিবারের একমাত্র উপার্জনকারী অভিভাবক। অথবা হাত-পা ভেঙে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেকের।

এ ধরনের যানবাহনের ধারণক্ষমতার চেয়েও বেশি যাত্রী, পণ্য বা ইট, বালু, মাটি চাপিয়ে হাট-বাজারসহ নানা স্থান বেপরোয়া গতিতে চলাচল করে। ফুটপাতেও এই অবৈধ গাড়ির দখল রয়েছে। এতে যেমন বেড়েই চলেছে শিশু শ্রমিকের সংখ্যা, তেমনি অদক্ষ চালকের হাতে এই বাহন যাওয়ায় সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।

সাংবাদিক পলাশ রহমান বলেন, উপজেলা সড়কগুলা খুবই অনিরাপদ হয়ে উঠেছে। রাস্তার পাশে নেই কোনো নির্দেশনার চিহ্ন। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও প্রাণহানি রোধে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অচিরেই চরম ভোগান্তির শিকার পোহাতে হবে বলে মনে করেছেন সচেতন মহল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, গত বছরসহ চলতি বছরের সড়ক দুর্ঘটনা হয়েছে ১৯টি এবং মারা গেছে ১১ জন। এ ছাড়া বিভিন্ন এলাকায় কিছু দুর্ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়। যা আমাদের কাছে অভিযোগ আসেনা। এগুলো আমাদের তালিকায় নেই। মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে এ বাহন নিষিদ্ধ। বাইরের সড়কগুলোতে চলে। তবে পথচারীদের সমস্যা সৃষ্টি করে নয়। জনসাধারণের সমস্যা মনে করে মাঝে মাঝে আমরা এই বাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত