Ajker Patrika

১৭ বছর পর আপন ঠিকানায় মিতা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ১৭
১৭ বছর পর আপন ঠিকানায় মিতা

ঢাকার মহাখালী থেকে মিতা যখন হারিয়ে যান, তখন তাঁর বয়স ছিল ছয় বছর। সেই মিতা খাতুনের বয়স এখন ২৩। দীর্ঘ এই ১৭ বছরে মিতা পেয়েছেন নতুন আত্মীয়, নতুন সংসার ও কোলজুড়ে সন্তান। কিন্তু এত প্রাপ্তির মধ্যেও হাহাকার ছিল মিতার মনে। খুঁজে বেড়াতেন মা-বাবা ও আপন ঠিকানা। অবশেষে সেই ঠিকানা খুঁজে পেলেন তিনি।

জনপ্রিয় আরজে কিবরিয়ার অনুষ্ঠান ‘আপন ঠিকানা’তে মিতার হারিয়ে যাওয়া নিয়ে একটি ভিডিও প্রচার হয়। সেই অনুষ্ঠানের সুবাদে ১৭ বছর পর নিজের বাড়ি ও আত্মীয়-স্বজন ফিরে পেয়েছেন মিতা। ১০ ফেব্রুয়ারি ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানে মিতা ও তাঁর হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের একত্র করা হয়। সেখানে পরিচয় নিশ্চিত হয়ে মিতাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

মিতা খাতুন মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের মেয়ে। বাবার মৃত্যুর পর মামাবাড়ি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে মায়ের সঙ্গে বসবাস শুরু করেন তিনি। ছয় বছর বয়সে মিতা তাঁর মামার চাচাতো ভাইয়ের সঙ্গে ঢাকায় যান। দুর্ভাগ্যক্রমে সেদিন ঢাকার মহাখালী এলাকা থেকে হারিয়ে যান তিনি। মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিতা একা দাঁড়িয়ে কাঁদতে থাকেন। সন্ধ্যার পর ছোট শিশুটিকে কাঁদতে দেখে শাহানারা বেগম নামের এক নারী তাঁকে তাঁর বাসায় নিয়ে যান। সেখানেই বড় হতে থাকেন মিতা। এরপর মিতাকে বিয়ে দেন তাঁরা। মিতার এখন তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

হারানো পরিবার খুঁজে পেয়ে মিতা বলেন, ‘এতগুলো বছর পর হারিয়ে যাওয়া মা ও পরিবার ফিরে পেয়েছি। এই আনন্দ ও উপলব্ধির বিষয়টি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। বাকি দিনগুলো মায়ের সঙ্গে থাকতে চাই।’

গত বৃহস্পতিবার মিতার বাড়িতে গিয়ে দেখা যায়, ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই মিতাকে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ তাঁর বাড়িতে ভিড় করেছেন। এলাকাবাসী তাঁকে ফিরে পেয়ে আনন্দিত।

মিতার মামা মজনু মোল্যা বলেন, ‘আমার বিশ্বাস ছিল একদিন-না একদিন আমি আমার ভাগনিকে ফিরে পাব। অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানীতে ভাগনিকে ফিরে পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত