মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
ঢাকার মহাখালী থেকে মিতা যখন হারিয়ে যান, তখন তাঁর বয়স ছিল ছয় বছর। সেই মিতা খাতুনের বয়স এখন ২৩। দীর্ঘ এই ১৭ বছরে মিতা পেয়েছেন নতুন আত্মীয়, নতুন সংসার ও কোলজুড়ে সন্তান। কিন্তু এত প্রাপ্তির মধ্যেও হাহাকার ছিল মিতার মনে। খুঁজে বেড়াতেন মা-বাবা ও আপন ঠিকানা। অবশেষে সেই ঠিকানা খুঁজে পেলেন তিনি।
জনপ্রিয় আরজে কিবরিয়ার অনুষ্ঠান ‘আপন ঠিকানা’তে মিতার হারিয়ে যাওয়া নিয়ে একটি ভিডিও প্রচার হয়। সেই অনুষ্ঠানের সুবাদে ১৭ বছর পর নিজের বাড়ি ও আত্মীয়-স্বজন ফিরে পেয়েছেন মিতা। ১০ ফেব্রুয়ারি ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানে মিতা ও তাঁর হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের একত্র করা হয়। সেখানে পরিচয় নিশ্চিত হয়ে মিতাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
মিতা খাতুন মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের মেয়ে। বাবার মৃত্যুর পর মামাবাড়ি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে মায়ের সঙ্গে বসবাস শুরু করেন তিনি। ছয় বছর বয়সে মিতা তাঁর মামার চাচাতো ভাইয়ের সঙ্গে ঢাকায় যান। দুর্ভাগ্যক্রমে সেদিন ঢাকার মহাখালী এলাকা থেকে হারিয়ে যান তিনি। মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিতা একা দাঁড়িয়ে কাঁদতে থাকেন। সন্ধ্যার পর ছোট শিশুটিকে কাঁদতে দেখে শাহানারা বেগম নামের এক নারী তাঁকে তাঁর বাসায় নিয়ে যান। সেখানেই বড় হতে থাকেন মিতা। এরপর মিতাকে বিয়ে দেন তাঁরা। মিতার এখন তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
হারানো পরিবার খুঁজে পেয়ে মিতা বলেন, ‘এতগুলো বছর পর হারিয়ে যাওয়া মা ও পরিবার ফিরে পেয়েছি। এই আনন্দ ও উপলব্ধির বিষয়টি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। বাকি দিনগুলো মায়ের সঙ্গে থাকতে চাই।’
গত বৃহস্পতিবার মিতার বাড়িতে গিয়ে দেখা যায়, ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই মিতাকে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ তাঁর বাড়িতে ভিড় করেছেন। এলাকাবাসী তাঁকে ফিরে পেয়ে আনন্দিত।
মিতার মামা মজনু মোল্যা বলেন, ‘আমার বিশ্বাস ছিল একদিন-না একদিন আমি আমার ভাগনিকে ফিরে পাব। অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানীতে ভাগনিকে ফিরে পেয়েছি।’
ঢাকার মহাখালী থেকে মিতা যখন হারিয়ে যান, তখন তাঁর বয়স ছিল ছয় বছর। সেই মিতা খাতুনের বয়স এখন ২৩। দীর্ঘ এই ১৭ বছরে মিতা পেয়েছেন নতুন আত্মীয়, নতুন সংসার ও কোলজুড়ে সন্তান। কিন্তু এত প্রাপ্তির মধ্যেও হাহাকার ছিল মিতার মনে। খুঁজে বেড়াতেন মা-বাবা ও আপন ঠিকানা। অবশেষে সেই ঠিকানা খুঁজে পেলেন তিনি।
জনপ্রিয় আরজে কিবরিয়ার অনুষ্ঠান ‘আপন ঠিকানা’তে মিতার হারিয়ে যাওয়া নিয়ে একটি ভিডিও প্রচার হয়। সেই অনুষ্ঠানের সুবাদে ১৭ বছর পর নিজের বাড়ি ও আত্মীয়-স্বজন ফিরে পেয়েছেন মিতা। ১০ ফেব্রুয়ারি ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানে মিতা ও তাঁর হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের একত্র করা হয়। সেখানে পরিচয় নিশ্চিত হয়ে মিতাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
মিতা খাতুন মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের কাওড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের মেয়ে। বাবার মৃত্যুর পর মামাবাড়ি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে মায়ের সঙ্গে বসবাস শুরু করেন তিনি। ছয় বছর বয়সে মিতা তাঁর মামার চাচাতো ভাইয়ের সঙ্গে ঢাকায় যান। দুর্ভাগ্যক্রমে সেদিন ঢাকার মহাখালী এলাকা থেকে হারিয়ে যান তিনি। মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিতা একা দাঁড়িয়ে কাঁদতে থাকেন। সন্ধ্যার পর ছোট শিশুটিকে কাঁদতে দেখে শাহানারা বেগম নামের এক নারী তাঁকে তাঁর বাসায় নিয়ে যান। সেখানেই বড় হতে থাকেন মিতা। এরপর মিতাকে বিয়ে দেন তাঁরা। মিতার এখন তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
হারানো পরিবার খুঁজে পেয়ে মিতা বলেন, ‘এতগুলো বছর পর হারিয়ে যাওয়া মা ও পরিবার ফিরে পেয়েছি। এই আনন্দ ও উপলব্ধির বিষয়টি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। বাকি দিনগুলো মায়ের সঙ্গে থাকতে চাই।’
গত বৃহস্পতিবার মিতার বাড়িতে গিয়ে দেখা যায়, ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই মিতাকে এক নজর দেখার জন্য গ্রামের মানুষ তাঁর বাড়িতে ভিড় করেছেন। এলাকাবাসী তাঁকে ফিরে পেয়ে আনন্দিত।
মিতার মামা মজনু মোল্যা বলেন, ‘আমার বিশ্বাস ছিল একদিন-না একদিন আমি আমার ভাগনিকে ফিরে পাব। অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানীতে ভাগনিকে ফিরে পেয়েছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪