Ajker Patrika

পাওনা টাকা চাওয়ায় অটোচালকের মাথা ফাটালেন যুবলীগ নেতা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
পাওনা টাকা চাওয়ায় অটোচালকের মাথা ফাটালেন যুবলীগ নেতা

মাগুরার মহম্মদপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. নাসির মোল্যা (২৮) নামে এক যুবককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত নাসিরকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ডুমুরশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

ওই যুবলীগ নেতার নাম মিজানুর রহমান মিন্টু। তিনি ১ নম্বর বাবুখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর আহত নাসির একজন অটোচালক ও আওয়ামী লীগ কর্মী। তিনি একই ইউনিয়নের রায়পুর গ্রামের গনি মোল্লার ছেলে।

আহত নাসির মোল্যা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মিন্টুর কাছে ধার হিসেবে দেওয়া ৪৫ হাজার টাকা পাব। সে দীর্ঘদিন যাবৎ টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করে। টাকা ফেরত চাইলে দলের প্রভাবশালী হওয়ায় আমাকে ভয় দেখিয়ে এড়িয়ে যায়। আজ শনিবার বিকেলে ডুমুরশিয়া বাজারে গেলে হঠাৎ এলোপাতাড়ি কিলঘুষি ও আমার মাথায় কোপ দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন আসলে মিন্টু পালিয়ে যায়।’

যুবলীগ নেতা মিন্টু বলেন, ‘আমিও নাসিরের কাছে ৩০ হাজার টাকা পাব। আজ বিকেলে ডুমুরশিয়া বাজারে নাসির মোল্ল্যাকে দেখে ডাক দিলে, সে আমার কাছে আসেনি। পরবর্তীতে আমি তাঁর কাছে গিয়ে আমার পাওনা টাকা চাওয়ার একপর্যায়ে অটোর মধ্যে ধস্তাধস্তি হয়। অটোর রডে নাসিরের মাথায় সামান্য আঘাত লাগে। তাঁকে আমি কোনো কিছু দিয়ে আঘাত করিনি।’

এ বিষয়ে বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সাগর আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ওই বাজারে পুলিশ পাঠিয়েছি। ওখানে কাউকে পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত