Ajker Patrika

১৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
১৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ গ্রহণ

মাগুরা জেলার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বিরেন শিকদার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কণ্ডু, মেয়র মো. খুরশীদ হায়দার টুটুল, জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম, শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তারিফ উল হাসান, মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, শালিখা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. কামাল হোসেন, মহম্মদপুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শামীম খানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মহম্মদপুর উপজেলার ২ নম্বর বিনোদপুর ইউনিয়ন পরিষদের শিকদার মিজানুর রহমান, দীঘা ইউপি চেয়ারম্যান মো. খোকন মিয়া, রাজাপুর ইউপি চেয়ারম্যান মো. শাকিরুল ইসলাম শাকিল, বালিদিয়া ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, মহম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. উজ্জ্বল আক্তার কাফুর, পলাশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ সিকান্দার আলী মণি, নহাটা ইউপি চেয়ারম্যান মো. তৈয়েবুর রহমান তুরাগ এবং শালিখা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার, তালখড়ি ইউপি চেয়ারম্যান মো. সিরাজউদ্দিন মণ্ডল, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মো. আরজ আলী, শতখালী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ঝন্টু, শালিখা ইউপি চেয়ারম্যান মো. আলীর হুসাইন, বুনাগাতী ইউপি চেয়ারম্যান মো. বক্তিয়ার উদ্দিন, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান মো. হালিম মোল্যা। অন্যদিকে, উচ্চ আদালতে নির্বাচন নিয়ে মামলা থাকায় মহম্মদপুর উপজেলার ১ নম্বর বাবুখালী ইউনিয়নের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী আজ শপথ নিতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত