বাগাতিপাড়ায় ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নাটোরের বাগাতিপাড়ায় দীর্ঘ ১৫ বছর পর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গত বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী পদে ১০ এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন।