Ajker Patrika

৫ ইউপিতে ২৫১ সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন দাখিল

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১: ১০
৫ ইউপিতে ২৫১ সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন দাখিল

গোপালপুরে ষষ্ঠ ধাপে পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিতে বিভিন্ন পদে ২৫১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ এবং সংরক্ষিত (নারী) পদে ৫২ জন। গত সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব সম্ভাব্য প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

সোমবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচ ইউপির মির্জাপুরে চেয়ারম্যান পদে ৫ জন, সদস্য পদে ৩৫ এবং সংরক্ষিত (নারী) পদে ১৪ জন। ধোপাকান্দিতে চেয়ারম্যান পদে ৫, সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত (নারী) পদে ১০ জন। আলমনগরে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ২৮ এবং সংরক্ষিত (নারী) পদে ১১ জন। নগদা শিমলায় চেয়ারম্যান পদে ৮ জন, সদস্য পদে ৩৭, সংরক্ষিত (নারী) পদে ৯ এবং হাদিরা ইউপিতে চেয়ারম্যান পদে ৯, সদস্য পদে ৩৮ এবং সংরক্ষিত (নারী) পদে ৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কর্মকর্তা আরও জানান, ৬ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ৩১ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। সব ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত