Ajker Patrika

২২ ইউপিতে আ.লীগ প্রার্থী চূড়ান্ত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ০৮
২২ ইউপিতে আ.লীগ প্রার্থী চূড়ান্ত

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের সদর, বিরল, ঘোড়াঘাট ও বীরগঞ্জে ২২ ইউনিয়নে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত ১ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

সদর উপজেলার ১০ ইউপি প্রার্থীরা হলেন ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নে মো. কাসেম আলী, ২ নম্বর সুন্দরবন ইউনিয়নে অশোক কুমার রায়, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নে অভিজিত বসাক, ৪ নম্বর শেখপুরা ইউনিয়নে মো. মমিনুল ইসলাম, ৫ নম্বর শশরা ইউনিয়নে মো. মোয়াজ্জেম হোসেন, ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে মো. মোস্তফা কামাল, ৭ নম্বর উথরাইল ইউনিয়নে মো. আনিসুর রহমান, ৮ নম্বর শংকরপুর ইউনিয়নে মো. ইসাহাক আলী, ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে মো. মোশারফ হোসেন এবং ১০ নম্বর কমলপুর ইউনিয়নে মো. আহাচান হাবীব সরকার।

বিরলে ৩ নম্বর ধামইর ইউনিয়নে মো. মোসলেম উদ্দীন, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নে মো. ওয়াহেদ আলী, ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নে মো. মামুনুর রশীদ মামুন, ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে শ্রী সাবুল চন্দ্র সরকার, ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নে মো. সেরাজুল ইসলাম ও ১০ নম্বর রানীপুকুর ইউনিয়নে মো. আল্লামা আজাদ ইকবাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত