Ajker Patrika

দোহারে পাড়া-মহল্লায় নির্বাচনী হাওয়া

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১০: ০৯
দোহারে পাড়া-মহল্লায় নির্বাচনী হাওয়া

ঢাকার দোহার উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে জমে উঠেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা। মনোনয়নপ্রত্যাশীদের পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট। চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁ ও পাড়া-মহল্লায় চলছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা।

ষষ্ঠ ধাপে দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, বিলাসপুর, নারিশা ও মুকসুদপুরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী হতে পাঁচ ইউনিয়নে ২০ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণাও থেমে নেই। গত শনিবার সন্ধ্যায় বিলাশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেন নির্বাচনী সভা করেছেন। সে সময় তিনি বলেন, ‘আমি জনগণের ভোটেই বিগত বছরে মেম্বার হয়েছিলাম, এ পর্যন্ত তিনবার এই বিলাশপুর ইউনিয়নের মেম্বার ছিলাম। আমি চেয়ারম্যান হলে ১০০ শতাংশ বয়স ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করব। আমি মেয়েদের জন্য ৩০টা সেলাই মেশিন কিনে দেব, যাতে তাদের কাজের সৃষ্টি হয়। যুবসমাজকে ধ্বংস করছে মাদক, আমি নির্বাচিত হলে এই ইউনিয়ন হবে মাদকমুক্ত ইনশা আল্লাহ।’ এভাবে আবুল হোসেন বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে শনিবার বিকেল চারটায় কুসুমহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. জসিম খানের বাড়িতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মেম্বার পদপ্রার্থী মো. জসিম খান বলেন, ‘আমি জনগণের জন্য সব সময় নিয়োজিত থাকব, আমার কাজ হচ্ছে আপনাদের সেবা করা, আপনাদের জন্য বয়স্ক ভাতা, জেলে কার্ড, মাতৃত্বকালীন ভাতাসহ সব কাজ সুষ্ঠুভাবে করে যাব। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।’

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, দোহারের এ পর্যন্ত পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩০ জন ও মেম্বার পদে ১৯০ জন মনোনয়নপত্র নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত