Ajker Patrika

লড়াইয়ে চাচা-ভাতিজা আর ভগ্নিপতি-শ্যালক

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১২: ০৪
লড়াইয়ে চাচা-ভাতিজা   আর ভগ্নিপতি-শ্যালক

পীরগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চাচার বিরুদ্ধে ভাতিজা আর ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা গত সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি উপজেলার বড়আলমপুর ও মিঠিপুর ইউনিয়নে ভোট হবে। দুই নির্বাচনেই ইলেকট্রিক ভোটিং মেশিন(ইভিএম) ব্যবহার করা হবে।

বড়আলমপুরে চাচা আব্দুল জলিল মিয়া এবং ভাতিজা হাফিজুর রহমান সেলিম মনোনয়নপত্র জামা দিয়েছেন। তাঁরা দুজনই আওয়ামী লীগের নৌকা প্রতীক চেয়েছিলেন। তবে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

ভাতিজা হাফিজুর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নেতা-কর্মী ও সমর্থকদের বাড়িতে ডেকে সবার সমর্থন নিয়েই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি।’ আর চাচা জলিল বলেন, ‘জয়-পরাজয় কি হবে জানি না, তবে আমি নির্বাচন করবই।’

এই ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ নেতা মোদাব্বেরুল ইসলাম সাজু। তিনি গত নির্বাচনেও নৌকার প্রার্থী হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাফিজার রহমানের কাছে পরাজিত হন। বর্তমান চেয়ারম্যান কৃষক লীগ নেতা হাফিজার এবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে মিঠিপুরে শ্যালক ও ভগ্নিপতি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শ্যালক আওয়ামী লীগ নেতা শাহ মো. তাজুল ইসলাম শামীম নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর ভগ্নিপতি সাবেক চেয়ারম্যান হাসান আলী সরকার প্রার্থী হয়েছেন জাসদের পক্ষ থেকে।

শ্যালক শামীম বলেন, ‘ইউনিয়নবাসীর দাবির পরিপ্রেক্ষিতে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি স্বতন্ত্র আর আমার দুলাভাই রাজনৈতিক দলের মনোনয়নে প্রার্থী হয়েছেন।’

ভগ্নিপতি হাসান বলেন, ‘ইউনিয়নবাসীই আমার ভরসা। বিগত সময়ে চেয়ারম্যান হয়ে আমি অনেক কাজ করায় জনগণ আমাকে ছাড়ছে না। তাই প্রার্থী হয়েছি।’

ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫ ইউনিয়নের মধ্যে ১০টিতে নির্বাচন হয়। এতে নৌকা প্রতীকে আট এবং দুজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন। এবার ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি উপজেলার বড়আলমপুর ও মিঠিপুর ইউনিয়নে ভোট হবে। বাকি তিনটি ইউনিয়নে নির্বাচনের জন্য এখনো তফসিল ঘোষণা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত