Ajker Patrika

৯ ইউপিতে চেয়ারম্যান হতে চান ৬৫ জন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ০৫
৯ ইউপিতে চেয়ারম্যান হতে চান ৬৫ জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি। গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন পর্যন্ত ৯টি ইউপি থেকে চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৬৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার জাঙ্গালিয়া ইউপিতে ১১ জন, চরফরাদীতে পাঁচজন, এগারসিন্দুরে পাঁচজন, বুরুদিয়ায় সাতজন, পাটুয়াভাঙায় আটজন, হোসেন্দীতে ছয়জন, নারান্দীতে ১০ জন, চণ্ডীপাশায় সাতজন ও সুখিয়া ইউপিতে ছয়জনসহ ৯টি ইউপিতে মোট ৬৫ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত