Ajker Patrika

বাহুবলের ৭ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর তালিকা প্রকাশ 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ৫৩
বাহুবলের ৭ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর তালিকা প্রকাশ 

বাহুবলে ইউপি নির্বাচনে ৭ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ড এই তালিকা ঘোষণা করে। এ সময় দলীয় ছয় চেয়ারম্যানের মধ্যে চারজনই মনোনয়ন থেকে বাদ পড়েন।

মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন— ১ নম্বর স্নানঘাট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশিদ, ২ নম্বর পুঁটিজুরী ইউনিয়নে জেলা তাঁতী লীগের সভাপতি মো. মুদ্দত আলী, ৩ নম্বর সাতকাঁপন ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র পাল, ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রিফাত ইসলাম মুরাদ, ৫ নম্বর লামাতাসী ইউনিয়নে উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল, ৬ নম্বর মিরপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুদ্দিন ও ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান। 

বাদ পড়া চেয়ারম্যানরা হলেন— ১ নম্বর স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, ২ নম্বর পুঁটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, ৪ নম্বর বাহুবল সদর ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী ও ৫ নম্বর লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু। 

এ উপজেলায় আগামীকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আগামী ৩১ জানুয়ারি নির্বাচন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

এলাকার খবর
Loading...