গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ইউপিতে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী গত সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিন পর্যন্ত দুই উপজেলায় মোট ১১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে পশ্চিম আলীরগাঁও ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কবির আহমদ, এরশাদ আলী, গোলাম সরওয়ার, আব্দুস শুকুর, মখলিছুর রহমান, ইজ্জত উল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন।
পূর্ব আলীরগাঁও ইউপিতে নৌকা নিয়ে লড়বেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। স্বতন্ত্র হিসেবে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, মো. নাসির উদ্দিন, আহমদ আলী, মো. মোস্তাক আহমদ, আব্দুর রহমান, মনোওয়ার আহমদ, মোহাম্মদ খলিক আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩১ জানুয়ারি এ দুটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
এদিন সারা দেশে মোট ২১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপি নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩১শ জানুয়ারি সোমবার।
এর আগে, গত ২৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ইউপিতে ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী গত সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিন পর্যন্ত দুই উপজেলায় মোট ১১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, পূর্ব আলীরগাঁও এবং পশ্চিম আলীরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৭৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে পশ্চিম আলীরগাঁও ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া হেলাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কবির আহমদ, এরশাদ আলী, গোলাম সরওয়ার, আব্দুস শুকুর, মখলিছুর রহমান, ইজ্জত উল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন।
পূর্ব আলীরগাঁও ইউপিতে নৌকা নিয়ে লড়বেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। স্বতন্ত্র হিসেবে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, মো. নাসির উদ্দিন, আহমদ আলী, মো. মোস্তাক আহমদ, আব্দুর রহমান, মনোওয়ার আহমদ, মোহাম্মদ খলিক আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
৩১ জানুয়ারি এ দুটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
এদিন সারা দেশে মোট ২১৯ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপি নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩ জানুয়ারি, বাছাই ৬ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোট গ্রহণ ৩১শ জানুয়ারি সোমবার।
এর আগে, গত ২৮ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫