এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার
তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—তিন তামিমেরই উপস্থিতি ছিল আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে না থাকলেও পৃষ্ঠপোষক হিসেবে থেকেছেন। তাঁর দলকে আজ হেসেখেলে হারিয়েছে অগ্রণী ব্যাংক।