Ajker Patrika

নাঈমের বিস্ফোরক সেঞ্চুরির দিনে সেঞ্চুরি পেলেন তামিমও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৫: ৪৪
ডিপিএলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন নাঈম শেখ। ১২৫ বলের ইনিংসে মেরেছেন ১৮ চার ও ৮ ছক্কা। ছবি: বিসিবি
ডিপিএলে ১৭৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন নাঈম শেখ। ১২৫ বলের ইনিংসে মেরেছেন ১৮ চার ও ৮ ছক্কা। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ হয়েছে সেঞ্চুরির বন্যা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাঈম শেখ বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। তাঁর সেঞ্চুরিতে দেশের ক্রিকেটে হয়েছে বিরল এক রেকর্ড। নাঈমের পাশাপাশি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আল আমিন জুনিয়রও।

নাঈমের সেঞ্চুরিতে মিরপুরে প্রাইম ব্যাংক আজ উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। ১৭৩ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক। অন্যদিকে বিকেএসপির চার নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। তাঁর সেঞ্চুরিতে মোহামেডান হেসেখেলে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। তবে আল আমিন জুনিয়র সেঞ্চুরি করেও থেকে গেলেন পরাজিত দলে।

মিরপুরে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাদার্স অধিনায়ক মাইশুকুর রহমান। প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কায় করেছেন ১৭৬ রান। নির্ধারিত ৫০ ওভারে প্রাইম ব্যাংক করেছে ৮ উইকেটে ৪২২ রান। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা সর্বোচ্চ দলীয় স্কোর। ৪২৩ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। ১০.৩ ওভারে ৩ উইকেটে ৭৫ রানে পরিণত হয় দলটি। চতুর্থ উইকেটে মাইশুকুর ও আইচ মোল্লা গড়েন ৮৬ রানের জুটি।

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ১২৫ রান করে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ছবি: বিসিবি
মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ১২৫ রান করে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ছবি: বিসিবি

মাইশুকুর-আইচের জুটি বড় হওয়ার আগেই সেটা ভেঙে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। ২৯ তম ওভারের প্রথম বলে শামীম ফিরিয়েছেন মাইশুকুরকে। ঠিক তার পরের বলেই সোহাগকে বোল্ড করেন শামীম। ব্রাদার্সের ইনিংসে ধসের শুরু হয় এখান থেকেই। ৪২.৩ ওভারে ২৪৯ রানে অলআউট হয়েছে দলটি। ব্রাদার্সের শেষ ব্যাটার হিসেবে আইচ আউট হয়েছেন আক্ষেপ নিয়েই। ১১০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৬ রান করেছেন তিনি। প্রাইম ব্যাংকের ১৭৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম।

অপরদিকে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া পারটেক্স স্পোর্টিং ক্লাব ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়েছে। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মোহামেডান। ১১২ বলে ১২৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তামিম। ১১ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। সেঞ্চুরিও মোহামেডান অধিনায়ক পূর্ণ করেছেন ছক্কা মেরে।

দিনের অপর ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। রূপগঞ্জের দেওয়া ২৬১ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখে আবাহনী জিতেছে। ম্যাচ হারলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রূপগঞ্জের মোহাম্মদ আল আমিন জুনিয়র। ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন আল আমিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

সরকারি চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত