Ajker Patrika

চাপে নিউজিল্যান্ড, গ্যালারি থেকে ভারতকে উৎসাহ দিচ্ছেন আনুশকা

ক্রীড়া ডেস্ক    
বিরাট কোহলির উদ্দেশ্যে গ্যালারি থেকে হাত নেড়েছেন আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত
বিরাট কোহলির উদ্দেশ্যে গ্যালারি থেকে হাত নেড়েছেন আনুশকা শর্মা। ছবি: সংগৃহীত

দুবাইয়ে এখন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলছে ভারত-নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত খেলছে দুর্দান্ত। দুবাই স্টেডিয়ামের গ্যালারি থেকে ছন্দে থাকা ভারতকে উৎসাহ দিচ্ছেন আনুশকা শর্মা।

প্রতিপক্ষের কোনো উইকেট পড়লে বিরাট কোহলির উদযাপন থাকে দেখার মতো। কোনো উইকেট বা ক্যাচের সঙ্গে তিনি সম্পৃক্ত না থাকলেও দলকে তিনি চাঙা রাখার চেষ্টা করেন। ফাইনালেও সেটার ব্যতিক্রম কী করে হবে! দুবাইয়ে আজ ফাইনালে এখন পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেটে ১৩৫ রান করেছে নিউজিল্যান্ড। উইল ইয়ং, রাচীন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম—প্রথম সারির এই চার ব্যাটার ড্রেসিংরুমে ফিরেছেন। ম্যাচের মাঝে হঠাৎই কোহলি গ্যালারির উদ্দেশ্যে হাত নেড়ছেন। ক্যামেরার লেন্স তখন গ্যালারির দিকে ঘুরতেই দেখা যায় কোহলির স্ত্রী আনুশকাকে। হাস্যোজ্জ্বল এই বলিউড অভিনেত্রীও তখন মাঠে থাকা কোহলির দিকে তাকিয়ে হাত নেড়েছেন।

ফাইনালে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। প্রথম ৭.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান করে কিউইরা। অষ্টম ওভারের পঞ্চম বলে উইল ইয়াংকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। মুহূর্তেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ২৩.২ ওভারে ৪ উইকেটে ১০৮ রান। হঠাৎই চাপে পড়া নিউজিল্যান্ডকে টেনে তুলছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। ৫৯ বলে ৩২ রানে অপরাজিত মিচেল। ফিলিপস ২৫ বলে ১৭ রানে ব্যাটিং করছেন।

ফাইনাল শুরুর আগেই এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন রোহিত শর্মা। চ্যাম্পিয়নস ট্রফির এই শিরোপ নির্ধারণী ম্যাচসহ ধরলে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হেরেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত