টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
টস জয় যেন রোহিত শর্মার ভাগ্যে নেই। ম্যাচের পর ম্যাচ গেলেও টস আর জেতা হয় না ভারতীয় অধিনায়কের। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নামার আগেই তিনি নাম লেখালেন বিব্রতকর এক রেকর্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫ বছরের পুরোনো প্রতিশোধ নিতে আজ দুবাইয়ে নেমেছে ভারত। শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তাতে অধিনায়ক হিসেবে টানা ১২ ম্যাচ টস হারের রেকর্ড গড়লেন রোহিত। এই বিব্রতকর রেকর্ডে ব্রায়ান লারার পাশে এখন ভারতীয় অধিনায়ক। ১৯৯৮ থেকে ১৯৯৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অধিনায়ক হিসেবে টানা ১২ ওয়ানডে টস হারলেন।
শুধু রোহিতই নন, টস জিততে ভুলে গেছে ভারতও। টানা ১৫ ওয়ানডেতে টস হেরেছে ভারত। সবশেষ তারা টস জিতেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেই ম্যাচে রোহিতের নেতৃত্বাধীন ভারত ৭০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ড তাদের ইতিহাসে এই দুটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে। দুটিতেই কিউইরা হারিয়েছে ভারতকে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরিকে আজ তারা পাচ্ছে না। তিনি ছাড়া নিউজিল্যান্ডের একাদশে আর কোনো পরিবর্তন নেই। তিন পেসার বোলিং আক্রমণ—কাইল জেমিসন, নাথান স্মিথ, উইলিয়াম ও’রুর্ক—একাদশে এই তিন পেসার নিয়েছে কিউইরা। ঘূর্ণি জাদু দেখাতে অধিনায়ক মিচেল স্যান্টনারের সঙ্গে আছেন গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র।
সেমিফাইনালের একাদশ নিয়েই ভারত খেলছে ফাইনালে। একাদশে চার স্পিনারের সঙ্গে আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী। দুবাইয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। সেমিতেও দুর্দান্ত বোলিং করেন ভারতীয় এই রহস্যময় স্পিনার। আর লাহোরে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে কাঁধে মারাত্মক চোট পান হেনরি। এই চোটই কিউই পেসারকে ফাইনাল থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন:
কিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
২ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেদুজনের শুরুটা হয়েছে একই বছরে। এরপর থেকে তাদের নিয়ে তুলনায় তর্কে বেঁধে যান অনেকেই। এবার সেই প্রশ্নই রাখা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার কাছে। শেন ওয়ার্ন নাকি মুত্তিয়া মুরালিধরণ, তাঁর চোখে কে সেরা? টেস্টে ১১৯৫৩ রান করা লারা অবশ্য ওয়ার্নকেই এগিয়ে রাখলেন। তবে এটাও মুরালির মতো...
৩ ঘণ্টা আগে