ক্রীড়া ডেস্ক
জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি জসপ্রীত বুমরাকে। কারণ, পিঠের চোট যে তাঁকে বড্ড ভোগাচ্ছে। ২০২৫ আইপিএলেও ভারতীয় এই পেসার পুরোটা সময় খেলতে পারবেন না।
২২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এদিকে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই ইন্ডিয়ানস দলে বুমরা এপ্রিলের শুরুতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিম থেকে ছাড়পত্র পাওয়া সাপেক্ষে সবকিছু নির্ভর করছে। এমনটা হলে মুম্বাইয়ের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না বুমরা। ২৩ মার্চ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৯ ও ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই মাসের শেষ দুই ম্যাচ খেলবে মুম্বাই।
এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।
এর আগে পিঠের চোটে পড়ায় ২০২৩ আইপিএল মিস করেছেন বুমরা। এবারের আইপিএলেও ঠিক কবে মাঠে ফিরবেন ভারতীয় তারকা পেসার, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০১৩ থেকে এখন পর্যন্ত আইপিএলে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। বোলিং করেছেন ৭.৩০ ইকোনমিতে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই খেলছেন।
জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি জসপ্রীত বুমরাকে। কারণ, পিঠের চোট যে তাঁকে বড্ড ভোগাচ্ছে। ২০২৫ আইপিএলেও ভারতীয় এই পেসার পুরোটা সময় খেলতে পারবেন না।
২২ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৮তম আইপিএল। এদিকে ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, মুম্বাই ইন্ডিয়ানস দলে বুমরা এপ্রিলের শুরুতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিম থেকে ছাড়পত্র পাওয়া সাপেক্ষে সবকিছু নির্ভর করছে। এমনটা হলে মুম্বাইয়ের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না বুমরা। ২৩ মার্চ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ২৯ ও ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই মাসের শেষ দুই ম্যাচ খেলবে মুম্বাই।
এ বছরের ৪ জানুয়ারি বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পিঠের চোটে পড়েন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিল ৬ উইকেটে। এরপর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ফিটনেস সাপেক্ষে রাখা হয়েছিল বুমরাকে। তবে সেই সিরিজে একটা ম্যাচও খেলতে পারেননি তিনি। এই তারকা পেসারকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল ভারত। তবে বুমরার অভাব তারা টুর্নামেন্টে অনুভব করেনি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত জিতেছিল আইসিসির এই ইভেন্ট।
এর আগে পিঠের চোটে পড়ায় ২০২৩ আইপিএল মিস করেছেন বুমরা। এবারের আইপিএলেও ঠিক কবে মাঠে ফিরবেন ভারতীয় তারকা পেসার, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০১৩ থেকে এখন পর্যন্ত আইপিএলে ১৩৩ ম্যাচে ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। বোলিং করেছেন ৭.৩০ ইকোনমিতে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই খেলছেন।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে