ফাইনালের ২ ঘণ্টা আগে যেভাবে সৌম্যদের জটিলতা কেটেছে
ফাইনালের সময় ঘনিয়ে আসছে, রংপুর রাইডার্স তখন ঘোর অনিশ্চয়তায়, চরম অস্বস্তিতে। তাদের চিন্তা ঠিকঠাক একাদশ গড়া নিয়ে—বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র না থাকায় তারা ফাইনালে সৌম্য সরকার, আফিফ হোসেন, রিশাদ হোসেনকে খেলাতে পারবে না। গায়না গ্লোবাল সুপার লিগের ফাইনালের ঠিক ২ ঘণ্টা আগে জটিলতার নিরসন হয়েছে।