এনসিএল টি-টোয়েন্টি
অনলাইন ডেস্ক
প্রচারের কাজ যত ঘটা করে হয়েছে, মাঠের খেলা কি ঠিক ততটা মন ভরাতে পারল? আজ ২০২৪ এনসিএল টি-টোয়েন্টির ফাইনালের আগে এ প্রশ্নই আসছে। সম্প্রচার, প্রাইজমানি কিংবা আম্পায়ারিং নিয়ে তেমন বিতর্ক নেই। এসব প্রত্যাশা মেটানো গেলেও খেলা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন, এমন খেলোয়াড়ের তালিকা খুব একটা বড় হচ্ছে না। অথচ টুর্নামেন্টটা বিবেচনা করা হচ্ছে দেশের নতুন খেলোয়াড় আবিষ্কারের মঞ্চ হিসেবে।
এক স্টেডিয়ামের দুই মাঠে ১৩ দিনের মধ্যে টানা ৩১ ম্যাচ—উইকেটের বলার মুখ থাকলে হয়তো বলত, আমি বড্ড ক্লান্ত! কোয়ালিফায়ার পর্বে স্কোর ১০০ পেরোতেই ব্যাটারদের হাঁসফাঁস অবস্থা! এতে স্পষ্ট হয়ে যায়, টানা ম্যাচ খেলতে খেলতে উইকেট আর ধকল নিতে পারছে না। যদি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ফাইনালে ঢাকা মহানগর আর রংপুর ছক্কা-চারের ফুলঝুরি ছোটাতে পারে, এনসিএল টি-টোয়েন্টি নিয়ে আফসোস কমবে।
গত ১৩ দিনে ম্যাচ হয়েছে ৩১টি। ৬২ ইনিংসে রান উঠেছে ৯১৯৬ রান। ইনিংস গড়ে রান ১৪৮.৩১। ওভারপ্রতি রান ৭.৪১। টুর্নামেন্টের ফাইনালের আগ পর্যন্ত ৪২.২১ শতাংশ বলই ডট খেলেছেন ব্যাটাররা। অথচ উদ্বোধনী ম্যাচে সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করেছিল ঢাকা (২০৭)। সেই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন জিসান আলম। তারপর আর কোনো ম্যাচে ২০০ পেরোয়নি স্কোর। ১৮০ রান পেরিয়েছে ১১টা ইনিংসে। অধিকাংশ ম্যাচেই দেখা গেছে লো কিংবা মাঝারি স্কোর।
সিলেটে উপস্থিত থেকে এনসিএল টি-টোয়েন্টি নিয়মিত দেখছেন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক। তিনি দ্বিমত করেননি ক্রিকেটারদের দক্ষতার ঘাটতি আর উইকেটে বাড়তি চাপের বিষয়টি। সিলেট থেকে ফোনে গতকাল আজকের পত্রিকাকে রাজ্জাক বলেছেন, ‘কয়েকটা ম্যাচ হয়েছে (ভালো স্কোর)। বিরতি ছিল না তেমন, উইকেটে চাপ ছিল। আবহাওয়ারও একটা ব্যাপার ছিল, কয়েক দিন রোদ না উঠলে ময়শ্চার থেকেই যায়। আমি বলব, এ রকম পরিস্থিতিতে যদি পড়ে, এটাও আমাদের আয়ত্ত করতে হবে। সব যে একেবারে সলিড ব্যাটিং উইকেট পাওয়া যাবে, এমনটাও নয়। আমার কাছে মনে হয়নি, উইকেট এত খারাপ ছিল। হয়তো খারাপ খেলেছে। তবু চেষ্টা করা হবে, সামনে এগুলো যেন কাটিয়ে ওঠা যায়। যখন আমরা ছড়িয়ে-ছিটিয়ে খেলা দিতে পারব। বিভিন্ন মাঠে গিয়ে খেলা দিতে হবে, তখন অনেক বড় সময় নিয়ে টুর্নামেন্ট করতে হবে।’
তুলনামূলক সংক্ষিপ্ত সময়ে আয়োজিত টুর্নামেন্টে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার বিষয়টি এসেছে ক্রিকেটারদের কাছ থেকেও। খুলনার অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কী ভুল করছি, সেটা অনুধাবন করারও সময় নেই। এক ম্যাচ শেষ করে আরেকটা ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। আমি মনে করি, মাঝে যদি আরেকটু বিরতি থাকে, তাহলে শারীরিক ও মানসিকভাবে আরেকটু প্রস্তুত হয়ে আসা যায়।’
টুর্নামেন্টের বড় প্রাপ্তি জিসান আলম, যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও পেসার আহমেদ শরীফের পারফরম্যান্স। পরিচিত মুখদের মধ্যে নাঈম শেখের ব্যাটিং বিশেষ নজর কেড়েছে। ৯ ম্যাচে ১৩৬.৮০ স্ট্রাইকরেটে ৩১৬ রান করে সবার ওপরে আছেন নাঈম। ১৬০.৮৭ স্ট্রাইকরেটে ২৫৯ রান করে খুলনার হাবিবুর রহমান সোহানও আছেন আলোচনায়। বোলিংয়ে রাজশাহীর শরীফ ৮ ম্যাচে ৭.৭৭ ইকোনমিতে নিয়েছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ উইকেট।
বিরতি ছিল না তেমন, উইকেটে চাপ ছিল। আবহাওয়ারও একটা ব্যাপার ছিল, কয়েক দিন রোদ না উঠলে ময়শ্চার থেকেই যায়। আবদুর রাজ্জাক, নির্বাচক, বিসিবি
টুর্নামেন্টের প্রাপ্তি নিয়ে রাজ্জাক তৃপ্ত, ‘বিপিএলে আমাদের খেলোয়াড়দের অবস্থা বোঝা যায় না। টি-টোয়েন্টিতে আমাদের খেলোয়াড়েরা কী অবস্থায় আছে, সেটাই দেখা (উদ্দেশ্য)। আমাদের কিছু তরুণ ক্রিকেটার ভালো খেলেছে। কিছু সারপ্রাইজিংও ছিল, যা প্রত্যাশা করেছি, মনে হয়েছে তার চেয়ে বেশ ভালো হয়েছে।’
টুর্নামেন্টের সেরা দুটি দলই ফাইনালে। তবে সিলেটে লড়াইটা আজ মহানগরের আলিস-মোসাদ্দেক-রাকিবুলের ঘূর্ণি বনাম রংপুরের মুগ্ধ-রবিউল- আলাউদ্দিনের তোপেরও। ফাইনালের আগে মহানগর অধিনায়ক নাঈম বলেছেন, ‘আমি পরিষ্কার জানি, ওদের দলের শক্তির জায়গা কোথায়। তারাও জানে, আমার দলের শক্তির জায়গা কী কী। চেষ্টা থাকবে সেসব জায়গা বুঝে সঠিক ডেলিভারি দেওয়ার।’ রংপুরের আকবর আলীও বললেন, ‘অবশ্যই আমরা আমাদের শক্তি-দুর্বলতার জায়গাগুলো জানি, চেষ্টা থাকবে মাঠে ভালোভাবে বাস্তবায়ন করার।’
প্রচারের কাজ যত ঘটা করে হয়েছে, মাঠের খেলা কি ঠিক ততটা মন ভরাতে পারল? আজ ২০২৪ এনসিএল টি-টোয়েন্টির ফাইনালের আগে এ প্রশ্নই আসছে। সম্প্রচার, প্রাইজমানি কিংবা আম্পায়ারিং নিয়ে তেমন বিতর্ক নেই। এসব প্রত্যাশা মেটানো গেলেও খেলা দিয়ে আলাদা করে নজর কেড়েছেন, এমন খেলোয়াড়ের তালিকা খুব একটা বড় হচ্ছে না। অথচ টুর্নামেন্টটা বিবেচনা করা হচ্ছে দেশের নতুন খেলোয়াড় আবিষ্কারের মঞ্চ হিসেবে।
এক স্টেডিয়ামের দুই মাঠে ১৩ দিনের মধ্যে টানা ৩১ ম্যাচ—উইকেটের বলার মুখ থাকলে হয়তো বলত, আমি বড্ড ক্লান্ত! কোয়ালিফায়ার পর্বে স্কোর ১০০ পেরোতেই ব্যাটারদের হাঁসফাঁস অবস্থা! এতে স্পষ্ট হয়ে যায়, টানা ম্যাচ খেলতে খেলতে উইকেট আর ধকল নিতে পারছে না। যদি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ফাইনালে ঢাকা মহানগর আর রংপুর ছক্কা-চারের ফুলঝুরি ছোটাতে পারে, এনসিএল টি-টোয়েন্টি নিয়ে আফসোস কমবে।
গত ১৩ দিনে ম্যাচ হয়েছে ৩১টি। ৬২ ইনিংসে রান উঠেছে ৯১৯৬ রান। ইনিংস গড়ে রান ১৪৮.৩১। ওভারপ্রতি রান ৭.৪১। টুর্নামেন্টের ফাইনালের আগ পর্যন্ত ৪২.২১ শতাংশ বলই ডট খেলেছেন ব্যাটাররা। অথচ উদ্বোধনী ম্যাচে সিলেটের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করেছিল ঢাকা (২০৭)। সেই ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন জিসান আলম। তারপর আর কোনো ম্যাচে ২০০ পেরোয়নি স্কোর। ১৮০ রান পেরিয়েছে ১১টা ইনিংসে। অধিকাংশ ম্যাচেই দেখা গেছে লো কিংবা মাঝারি স্কোর।
সিলেটে উপস্থিত থেকে এনসিএল টি-টোয়েন্টি নিয়মিত দেখছেন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক। তিনি দ্বিমত করেননি ক্রিকেটারদের দক্ষতার ঘাটতি আর উইকেটে বাড়তি চাপের বিষয়টি। সিলেট থেকে ফোনে গতকাল আজকের পত্রিকাকে রাজ্জাক বলেছেন, ‘কয়েকটা ম্যাচ হয়েছে (ভালো স্কোর)। বিরতি ছিল না তেমন, উইকেটে চাপ ছিল। আবহাওয়ারও একটা ব্যাপার ছিল, কয়েক দিন রোদ না উঠলে ময়শ্চার থেকেই যায়। আমি বলব, এ রকম পরিস্থিতিতে যদি পড়ে, এটাও আমাদের আয়ত্ত করতে হবে। সব যে একেবারে সলিড ব্যাটিং উইকেট পাওয়া যাবে, এমনটাও নয়। আমার কাছে মনে হয়নি, উইকেট এত খারাপ ছিল। হয়তো খারাপ খেলেছে। তবু চেষ্টা করা হবে, সামনে এগুলো যেন কাটিয়ে ওঠা যায়। যখন আমরা ছড়িয়ে-ছিটিয়ে খেলা দিতে পারব। বিভিন্ন মাঠে গিয়ে খেলা দিতে হবে, তখন অনেক বড় সময় নিয়ে টুর্নামেন্ট করতে হবে।’
তুলনামূলক সংক্ষিপ্ত সময়ে আয়োজিত টুর্নামেন্টে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার বিষয়টি এসেছে ক্রিকেটারদের কাছ থেকেও। খুলনার অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কী ভুল করছি, সেটা অনুধাবন করারও সময় নেই। এক ম্যাচ শেষ করে আরেকটা ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। আমি মনে করি, মাঝে যদি আরেকটু বিরতি থাকে, তাহলে শারীরিক ও মানসিকভাবে আরেকটু প্রস্তুত হয়ে আসা যায়।’
টুর্নামেন্টের বড় প্রাপ্তি জিসান আলম, যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও পেসার আহমেদ শরীফের পারফরম্যান্স। পরিচিত মুখদের মধ্যে নাঈম শেখের ব্যাটিং বিশেষ নজর কেড়েছে। ৯ ম্যাচে ১৩৬.৮০ স্ট্রাইকরেটে ৩১৬ রান করে সবার ওপরে আছেন নাঈম। ১৬০.৮৭ স্ট্রাইকরেটে ২৫৯ রান করে খুলনার হাবিবুর রহমান সোহানও আছেন আলোচনায়। বোলিংয়ে রাজশাহীর শরীফ ৮ ম্যাচে ৭.৭৭ ইকোনমিতে নিয়েছেন এখন পর্যন্ত সর্বোচ্চ ১৭ উইকেট।
বিরতি ছিল না তেমন, উইকেটে চাপ ছিল। আবহাওয়ারও একটা ব্যাপার ছিল, কয়েক দিন রোদ না উঠলে ময়শ্চার থেকেই যায়। আবদুর রাজ্জাক, নির্বাচক, বিসিবি
টুর্নামেন্টের প্রাপ্তি নিয়ে রাজ্জাক তৃপ্ত, ‘বিপিএলে আমাদের খেলোয়াড়দের অবস্থা বোঝা যায় না। টি-টোয়েন্টিতে আমাদের খেলোয়াড়েরা কী অবস্থায় আছে, সেটাই দেখা (উদ্দেশ্য)। আমাদের কিছু তরুণ ক্রিকেটার ভালো খেলেছে। কিছু সারপ্রাইজিংও ছিল, যা প্রত্যাশা করেছি, মনে হয়েছে তার চেয়ে বেশ ভালো হয়েছে।’
টুর্নামেন্টের সেরা দুটি দলই ফাইনালে। তবে সিলেটে লড়াইটা আজ মহানগরের আলিস-মোসাদ্দেক-রাকিবুলের ঘূর্ণি বনাম রংপুরের মুগ্ধ-রবিউল- আলাউদ্দিনের তোপেরও। ফাইনালের আগে মহানগর অধিনায়ক নাঈম বলেছেন, ‘আমি পরিষ্কার জানি, ওদের দলের শক্তির জায়গা কোথায়। তারাও জানে, আমার দলের শক্তির জায়গা কী কী। চেষ্টা থাকবে সেসব জায়গা বুঝে সঠিক ডেলিভারি দেওয়ার।’ রংপুরের আকবর আলীও বললেন, ‘অবশ্যই আমরা আমাদের শক্তি-দুর্বলতার জায়গাগুলো জানি, চেষ্টা থাকবে মাঠে ভালোভাবে বাস্তবায়ন করার।’
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১১ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৩ ঘণ্টা আগে