Ajker Patrika

বৃষ্টি হলেও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে দুশ্চিন্তা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃষ্টির কারণে মিরপুরের উইকেট কাভারে ঢেকে রাখা হয়েছিল। ছবি: আজকের পত্রিকা
বৃষ্টির কারণে মিরপুরের উইকেট কাভারে ঢেকে রাখা হয়েছিল। ছবি: আজকের পত্রিকা

সূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।

মিরপুরে আজ দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এক দফা বৃষ্টি হয়েছে। তখন উইকেট কাভারে ঢাকা হয়। কিন্তু কিছুক্ষণ পরই থেমে যায় বৃষ্টি। ঘন মেঘ সরে গিয়ে আকাশে দেখা যায় রোদ। বৃষ্টি থামার পরই মাঠে নামানো হয় সুপারসপার। উইকেট থেকে কাভার সরাতে ব্যস্ত হয়ে পড়েন মাঠকর্মীরা।

বৃষ্টির বাধা থাকলেও বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। দেখা গেছে, অনেকেই এরই মধ্যে টিকিট কিনছেন মাঠের আশপাশ থেকে। কেউ কেউ স্টেডিয়াম এলাকায় ভিড় জমিয়েছেন ম্যাচের আগে আবহ দেখতে। বিকেল ৪টায় দর্শকদের জন্য স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হবে।

এদিকে গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। এই দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনায় বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলবেন। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হবে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলার সময় স্টেডিয়ামে কোনো গানবাজনা হবে না।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যুতে বৃষ্টির পর কাজ করছেন মাঠকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ভেন্যুতে বৃষ্টির পর কাজ করছেন মাঠকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচেও মিরপুরের গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে বাংলাদেশ। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি এই মিরপুরেই হবে পরশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

ফেনীর বন্যায় তোলা টাকার হিসাব ত্রাণ উপদেষ্টার কাছে চাইবেন: সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত